Rohit Sharma & Yashasvi Jaiswal. ( Image Source: Instagram/yashasvijaiswal28 )
আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে যাত্রা শুরু করতে চলেছে ভারতীয় দল। সেখানেই দীর্ঘ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। একসঙ্গে নয়, ভাগে ভাগেই এবার ক্যারিবিয়ান দ্বীপে যাচ্ছে টিম ইন্ডিয়া। কেয়েকজন ক্রিকেটার গত শনিবারই পৌঁছে গিয়েছে ওয়েস্ট ইন্ডিেেজে। রবিবারই বার্বাডোসে পৌঁছে গেলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। একইসঙ্গে পৌঁছলেন তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়ালও। সেখানেই সিরিজ ভারতীয় দল নিজেদের দখলে রাখতে পারে কিনা তা তো সময়ই বলবে।
জুন মাসের শুরুতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। কিন্তু সেখানে অজিদের বিরুদ্ধে জিততে পারেনি তারা। ফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হেরেই থেমেছিল ভারতীয় দলের দৌড়। এসেই পারফরম্যান্স কম সমালোচনা অবশ্য হয়নি। বিশ্ব টেেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার পর কয়েকদিনের বিরতি ছিল। এবার ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন মরসুমের ম্যাচে নামবে ভারতীয় দল। সেখানেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটো টেস্ট ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।
১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে ভারতীয় দল
সেই ম্যাচ খেলতে রবিবারি বার্বাডোসে পৌঁছে গিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর সঙ্গেই পৌঁছেছেন তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়ালও। এবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন যশস্বী জয়সওয়াল। তাঁকে নিয়েি আপ্লুত হয়েছিলেন সকলে। শোনাযাচ্ছে এবার ভারতীয় দলের হয়ে টেস্ট অভিষেক হতে পারে তাঁর। সেখানেই এই তরুণ ক্রিকেটার কেমন পারফরম্যান্স করেন সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে। রোহিত শর্মা পৌঁছে গেলেও এখনও ওয়েস্ট ইন্ডিজে পৌঁছননি বিরাট কোহলি।
শোনাযাচ্ছে গামী সপ্তাহেই বার্বাডোজে পৌঁছে যাবেন তিনিও। গত শনিবারই রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন এবং শার্দূল ঠাকুররা পৌঁছে গিয়েছিলেন ওযেস্ট ইন্ডিজে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর কয়েকদিন ছুটির মেজাজেই ছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা। লন্ডনেই ছুটি কাটাচ্ছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা। শুভমন গিল ছুটি কাটাতে গিয়েছিলেন প্যারিসে। আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিেজে নামতে চলেছে টিম ইন্ডিয়া। তার আদে বার্বাডোজেই নিজেদের শিবির করবে ভারতীয় দল। শেষপর্যন্ত সেখানে কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
ওয়েস্ট ইন্ডিেজের বিরুদ্ধে অবশ্য শুধু টেস্ট সিরিজ নয়, ওডিাই ও টি টোয়েন্টি সিরিজও খেলবে ভারতীয় দল। ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে তিনটি ওডিআই ম্যাচের সিরিজ ও পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। এই সিরিজ থেকেই ভারতীয় দল ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই এখন দেখার।
The post বার্বাডোজে ভারতীয় শিবিরে যোগ দিলেন অধিনায়ক রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল appeared first on CricTracker Bengali.