Ishan Kishan. (Photo Source: Twitter)
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলের উইকেটকিপার কে হবেন তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে রয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দল কেএস ভরতের ওপরই ভরসা রেখেছিলেন। যদিও সেখানে সফল হতে পারেননি ভারতীয় দলের এই তরুণ উইকেটকিপার। তাঁকে রাখা নিয়েও বিস্তর সমালোচনা হয়েছে। এরপর থেকেই শুরু হয়েছিল নতুন তরজা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে হারের পরই ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচী ঘোষণা করেছিল ভারতীয় দল। সেখানেই ঈশান কিষাণকে খেলানোর দাবী তুলেছিলেন সকলে।
এরপরই ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছিল। সেখানে কেএস ভরতের পাশাপাসশি ঈশান কিষাণকেও ভারতীয় টেস্ট দলে রাখা হয়েছে। কিন্তু প্রথম একাদশে কাকে দেখা যেতে পারে তা নিয়েই চলছে নানান হিসাব নিকাশ। যদিও ঈশান কিষাণকে ভারতীয় টেস্ট দলে নেওয়ার পর থেকেই তাঁকেই প্রথম একাদশে রাখার পরামর্শ দিচ্ছেন সকলে। যদিও শেষপর্যন্ত কী হয় তা তো ভারতীয় টিম ম্যানেজমেন্টই চূড়ান্ত সিদ্দান্ত নেবে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে রয়েছেন ঈশান কিষাণ
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে বার্বাডোসেই ভারতীয় দল তাদের শিবির করবে। শোনাযাচ্ছে ভারতীয় দলের ক্রিকেটাররা সেখানেই নাকি দুটো প্রস্তুতি ম্যাচও খেলবে। তবে কোনবও আলাদা দলের সঙ্গে নয়। ওয়েস্ট ইন্ডিজের অন্যান্য স্থানীয় ক্রিকেটারদের নিয়েই নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। সেখানেই ঈশান কিষাণ ও কেএস ভরতের দিকে নজর রাখবে ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট। সেখানেই দুই ক্রিকেটারের পারফরম্যান্স দেখার পরই হয়ত চূড়ন্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।
বিস্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটারকে খেলানো নিয়ে সরব হয়েছিলেন সকলে। ইশান কিষাণ দলে থাকলেও শেষপর্যন্ত খেলেননি তিনি। কেঅএস ভরতের ওপরই ভরসা রেখেছিল ভারতীয় দল। সেখানে অবশ্য সাফল্য পাননি তিনি। এবার বর্ডার গাভাসকর ট্রফিতেও ভারতীয় দলে খেলেছিলেন কেএস ভরত। কিন্তু সাফল্য পেতে ব্যর্থই হয়েছিলেন এই ক্রিকেটার।
অন্য়দিকে গত মরসুমে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন ঈশান কিষাণ। সেখানেই দ্বিশতরান করেছিলেন তিনি। যদিও এখনও পর্যন্ত ভারতীয় টেস্ট দলে খেলার সুযোগ হয়নি তাঁর। প্রথম প্রস্তুতি ম্যাচের পরই ইশান কিষাণকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
The post প্রথম প্রস্তুতি ম্যাচের ওপরই নির্ভর করছে ঈশান কিষাণ ও কেএস ভরতের ভাগ্য appeared first on CricTracker Bengali.