আইপিএলের মঞ্চে দুরন্ত পারফরম্যামন্স দেখানোর পরই ভারকতীয় দলে ডাত পড়েছিল যশস্বী জয়সওয়ালের। সেই থেকেই তাঁকে নিয়ে প্রত্যাসার পারদ চড়তে শুরু করেছিল। এই তরুণ তরুণ তারকা যে তাঁর প্রথম চ্যালেঞ্জে ফুল মার্কস নিয়ে উত্তীর্ণ হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টেই সেঞ্চুরী করে এলিট তালিকায় নাম তুললেনেই তকরুণ ক্রিকেটার। সরভ গঙ্গোপাধ্যায়, বাারেন্দ্র সেওয়াগদের সঙ্গে এই তালিকায় এবার নাম উঠল যশস্বী জয়সওয়ালেরও। তাঁর পারফরম্যান্সে যে সকলেই আপ্লুত তা বলার অপেক্ষা রাখে না।
প্রতম ভারতীয় ওপেনার হিসাবেও গড়লেন এক নয়া রেকর্ড। প্রথম ভারতীয় ওপেনার হিসাবে বিদেশের মাটিতে অভিষেক টেস্টে সেঞ্চুরী করার রেকর্ড গড়েছেন যশস্বী জয়সওয়াল। এর আগে ওপেনার হিসাবে টেস্টে অভিষেক ম্যাচে সেঞ্চুরী পেয়েছিলেন শিখর ধওয়ান ও পৃথ্বী শ। তবে বিদেশের মাটিুটতে নয়। দেশের মাটিতেই সেই রেকর্ড গড়েছিলেন তারা। কিন্তু যশস্বী জয়সওয়াল এই রেকর্ড গড়েছেন বিদেশের মাটিতে। এ মুহূর্তে অবশ্য ভারতীয় ক্রিকেটের ১৭ তম ক্রিকেটার হিসাবেই অভিষেক টেস্টে সেঞ্চুরী করেছেন যশস্বী জয়সওয়াল।
দ্বিতীয় দিনের শেষে ১৪৩ রানে অপরাজিত রয়েছেন যশস্বী জয়সওয়াল
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দিন থেকেই দুরন্ত ফর্মে ছিলেন তিনি। এই টেস্ট ম্যাচে সকলে তাঁর পারফরম্যান্সের দিকেই তাকিয়ে ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। প্রথম দিন থেকেই নিজের পারপরম্যান্সের পরিচয় দিতে শুরু করেছিলেন এই ক্রিকেটার। প্রথম দিন ৪০ রানে অপরাজিত ছিলেন যশস্বী জয়সওয়াল। সেই থেকেই তাঁর সেঞ্চুরীর প্রত্যাশায় ছিলেন সকলে। টেস্টের দ্বিতীয় দিনই সেই প্রত্যাশা পূরণ করেন এই তরুণ ক্রিকেটার। সেই সেঞ্চুরীর সঙ্গেই একাধিক রেকর্ড গড়লেন তিনি।
ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসাবেই বিদেশের মাটিতে সেঞ্চুরী করার নজির গড়েছেন যশস্বী জয়সওয়াল। তাঁর আগে বিদেশের মাটিতে অবিষেক টেস্টে সেঞ্চুরী করেছিলেন আব্বাস আলি বেগ, সুরিন্দর অমরনাথ, প্রবীন আমরে, সৌরভ গঙ্গোপাধ্যায় ও বীরেন্দ্র সেওয়াগ। সেই তালিকাতেই নিজের নাম তুললেন এই তরুণ ভারতীয় ক্রিকেটার। চতুর্থ কনিষ্ঠতম ক্রিকেটাক হিসাবেই অভিষেক টেস্টে সেঞ্চুরী করলেন তিনি। তাঁকে নিয়েই এখন ভারতীয় ক্রিকেটে হৈচৈ।
দ্বিতীয় দিন রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়ালের হাত ধরেই লড়াইটা আরম্ভ করেছিল ভারতীয় দল। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। দ্বিতীয় দিনই সেঞ্চুরী সম্পূর্ণ করেঠছেন যশস্বী জয়সওয়াল। রোহিত শর্মা আউট হয়ে গেলেও, এখনও ক্রিজে রয়েছেন এই তরুণ ক্রিকেটার। দ্বিতীয় দিনের শেষে ১৪৩ রানে অপরাজিত রয়েছেন যশস্বী জয়সওয়াল।