Yashasvi Jaiswal. (Photo Source: BCCI/Twitter)
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের মঞ্চে ভারতের হয়ে অভিষেক হয়েছে যশস্বী জয়সওয়ালের। ভারতীয় স্কোয়াডে তাঁর নাম দেখার পর থেকেই সুরু হয়ে গিয়েছিল নানান গুঞ্জন। তাঁর দিকেই য়ে নজর চিল সকলের তা বলার অপেক্ষা রাখে না। অভিষেক টেস্টেই সেঞ্চুরী পেয়েছেন ভারতীয় দলের েই তরুণ ক্রিকেটার। তাঁর পারফরম্যান্সে সকলেই বেশ আপ্লুত। এবার যশস্বী জয়সওয়ালকে প্রশংসায় ভরালেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আসন্ন বিশ্বকাপের দলেও তাঁকে রাখার বার্তা দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
ওযেস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একাদশে তাঁকে রাখার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেখানেই ভারতীয় দলের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন যশস্বী জয়সওয়াল। তাঁকে সুযোগ দিয়ে যে ভারতীয় টিম ম্যানেজমেন্ট একেবারেই ভুল করেননি তা বলার অপেক্ষা রাখে না। দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করছেন এই তরুণ ক্রিকেটার। দেশের জার্সিতে অভিষেক ম্যাচেই সেঞ্চুরী করেছেন তিনি। আর তাতেই আপ্লুত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। প্রথম ম্যাচেই ১৭১ রানের ইনিংস খেলেছেন যশস্বী জয়সওয়াল।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টেই সেঞ্চুরী করেছেন যশস্বী জয়সওয়াল
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের বিশ্বকাপ। সেখানে দল কী হবে তা নিয়ে এখন থেকেই নানান গুঞ্জন শুরু হয়েছে। সেই দলেই এবার যশস্বী জয়সওয়ালকে রাখার বার্তা দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে বিশ্বকাপের মঞ্চে একজন বাঁহাতি ব্যাটারকে ভারতীয় দলে রাখার প্রয়োজন রয়েছে। সেই জায়গায় যশস্বী জয়সওয়ালই সবচেয়ে ভাল অপশন হিসাবে মনে করছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। যদিও এবারের এশিয়ান গেমসে ভারতীয় দলে রয়েছেন যশস্বী জয়সওয়াল। তাঁকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা হবে কিনা তা তো সময়ই বলবে।
এই প্রসঙ্গে দ্য টেলিগ্রাফে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “অভিষেক ম্যাচে সেঞ্চুরী করাটা সবসময়ই একটা বড় ব্যপার। আমি নিজেও এমনটা করেছি এবং সেটা সবসময়ই একটা বিশেষ ব্যপার। টেকনিক অনুযায়ী তিনি সত্যিই একজন ভাল ক্রিকেটার। দলে একজন বাঁ হাতি ব্যাটারের উপস্থিতি সবসময়ই সাহায্য করে। তাঁকে ভারতীয় দলে রাখাটা আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে”।
এবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে প্রতিটা ম্যাচেই রান পেয়েছিলেন যশস্বী জয়সওয়াল। আইপিএলের মঞ্চে এবার সেঞ্চুরীর পাশাপাশি দ্রুততম অর্ধশতরানও পেয়েছিলেন তিনি। এছাড়া এবারের আইপিএলে ৬০০ রানের গন্ডীও টপকেছিলেন এই তরুণ ক্রিকেটার। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় এখন রয়েছেন সকলে।
The post যশস্বী জয়সওয়ালকে বিশ্বকাপের স্কোয়াডে রাখার বার্তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের appeared first on CricTracker Bengali.