Chris Woakes. ( Image Source: Twitter )
প্রথম দুই টেস্টে ইংল্যান্ডের হয়ে খেলতে পারেননি ক্রিস ওকস। কিন্তু হেডিংলীতেই ইংল্যান্ড শিবিরে ফিরেছিলেন এই তারকা ব্রিটিশ ক্রিকেটার। সেই ম্যাচেই জয়ের সরণীতে ফিরেছে ব্রিটিশ বাহিনী। শুধুমাত্র তাই নয় এই ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন ক্রিস ওকস। তাঁর প্রত্যাবক্তনানের সহ্গেই য়ে ইংল্যান্ড দলটাও বদলে গিয়েছে তা বলাপর অপেক্ষা রাখে না। সেইসঙ্গে এই ম্যাচেই একাই পাঁচ উইকেট তুলে নিয়েছেন ক্রিস ওকস। ইংল্যান্ড শিবিরে তাঁর ফেরাটাব যে একটা পার্থক্য গড়ে দিয়েছে তা মেনে নিতে দ্বিধা নেই দীনেশ কার্তিকের।
চোট সারিয়ে ঘরের মাঠে অ্যাশেজের মঞ্চেই প্রত্যাবর্তন হয়েছে ক্রিস ওকসের। সেই মঞ্টেই নজির গড়ে এক দুরকন্ত কামব্যাক করেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরদ্ধেই কেরিয়ারের পঞ্চম পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন ক্রিস ওকস। তাঁর দাপটেই কার্যত অস্ট্রেলিয়ার বড় রানের স্বপ্নও শেষ হয়ে গিয়েছিল। দ্বিতীয় দিন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই শেষ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস । মাত্র ৩১৭ রানেই দ্বিতীয় দিন থেমে গিয়েছিল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। অস্ট্রেলিয়ার তাবড় তাবড় তারকা ক্রিকেটারদের তিননিই কার্যত সাজঘরের রাস্তটা দেখিয়ে দিয়েছিলেন।
এই ম্যাচেই টেস্ট কেরিয়ারের পঞ্চম পাঁচ উইকেট নিয়েছিলেন ক্রিস ওকস
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে মা্ত্র ৬২ রান দিয়ে ক্রিস ওকস একাই তুলে নিয়েছিলেন ৫ উইকেট। আর তাতেই অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের বিরুদ্ধে রানের পাহাড় তৈরি করার স্বপ্ন কার্যত শেষ হয়ে গিয়েছিল। এই ম্যাচ জিতে ইংল্যান্ড সিরিজে সমতা ফেরাতে পারে কিনা তা তো সময়ই বলবে। চোটের জন্য প্রায় দেড় বছর মাঠের বাইরে ছিলেন ক্রিস ওকস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজেই দলে ফিরেছিলেন। সেখানেই নিজের সেরা পারফরম্যান্স দেখিয়ে ইংল্যান্ড শিবিরে স্বস্তির আবহ ফেরালেন তিনি।
তাঁর প্রসঙ্গে দীনেশ কার্তিক জানি্য়েছেন, “ক্রিস ওকস সত্যিই আমার একজন অত্যন্ত পছন্দের ক্রিকেটার। কারণ তিনি যখন বেশী উইকেট পাননা তখন ঠিক আছে। কিন্তু ক্রিস ওকস যখন বেশী উইকেট পেতে শুরু করেন, সেই সময় তাঁর পারফরম্যান্স ম্যাচে সবসময়ই একটা পার্থক্য গড়ে দেয়। এই টেস্টে তিনি যে সিম বোলিং করেছেন সেটা সত্যিই অন্যান্য সমস্ত বোলারদের থেকে আলাদা। আমার মতে তিনি সত্যিই অসাধারণ”।
হেডিংলীতেও ইংল্যান্ডের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ক্রিস ওকস। সেই ম্যাচেি ইংল্যান্ চলতি অ্যাশেজ সিরিজে প্রথম জয় পেয়েছিলেন। ইংল্যান্ডের সেি জয়ের পিছনে য়ে ক্রিস ওকসে অন্যতম প্রধান কারিগড় ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। সেই ম্যাচে ৬ উইকেট পেয়েছিলেন ক্রিস ওকস এবং ব্যাট হাতে ৩২ রানও করেছিলেন তিনি। সেই পারফরম্যান্সের ধারা এই ম্যাচেও ধরে রেখেছেন ক্রিস ওকস।
The post ক্রিস ওকসের দলে ফেরাটা পার্থক্য গড়ে দিয়েছে, মনে করছেন দীনেশ কার্তিক appeared first on CricTracker Bengali.