Rohit Sharma and Yashasvi Jaiswal. (Photo Source: Twitter)
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে আক্রমনাত্মক ব্যাটিংয়ের প্রদর্শন করেছে ভারত। প্ৰথম ১০ ওভারে বিনা উইকেটে ৯০ রান করে ভারত। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্ৰথম দশ ওভারে এর থেকে বেশি রান আর কোনও দেশ করতে পারেনি। অধিনায়ক রোহিত শর্মা এবং তরুণ খেলোয়াড় যশস্বী জয়সওয়ালের ঝোড়ো ইনিংসের হাত ধরে এই রেকর্ডটি করেছে ভারত।
২০২২ সালে পাকিস্তানের বিরুদ্ধে প্ৰথম ১০ ওভারে ৮০ রান করেছিল ইংল্যান্ড। এই রেকর্ডটিকে পিছনে ফেলেই নতুন রেকর্ডটি করেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত।
টেস্ট ক্রিকেটে প্ৰথম দশ ওভারে সবথেকে বেশি রান
১. ভারত – ৯০ (বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০২৩)
২. ইংল্যান্ড – ৮০ (বনাম পাকিস্তান, ২০২২)
৩. ওয়েস্ট ইন্ডিজ – ৭৮ (বনাম নিউজিল্য়ান্ড, ২০১৪)
৪. পাকিস্তান – ৭৭ (বনাম ভারত, ২০০৫)
৫. বাংলাদেশ – ৭৬ (বনাম ভারত, ২০০৭)
এছাড়াও আরও একটি নতুন রেকর্ড গড়েছে ভারতীয় দল। টেস্ট ক্রিকেটে দলগতভাবে দ্রুততম ১০০ রান করার রেকর্ড করেছে তারা। দ্বিতীয় ইনিংসে মাত্র ১২.২ ওভারে ১০০ রান সম্পূর্ণ করে ভারত।
মাত্র ৩৫ বলে অর্ধশতরান করেন রোহিত শর্মা
রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল মিলে শুরুটা বেশ ভালোভাবেই করেন। রোহিত শর্মা মাত্র ৪৪ বলে ৫৭ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৫টি চার এবং ৩টি ছয় মারেন। যশস্বী ৩০ বলে ৩৮ রান করে আউট হন। তার ইনিংসে ছিল ৪টি চার এবং ১টি ছয়। রোহিত এবং যশস্বীর মধ্যে ৯৮ রানের একটি অসাধারণ পার্টনারশিপ গড়ে ওঠে।
এরপর শুভমন গিল এবং ইশান কিষান মিলে ৭৯* রানের একটি দারুণ পার্টনারশিপ করেন। ইশান ৪টি চার এবং ২টি ছয় সহ মাত্র ৩৪ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে, গিল ১টি চার সহ ৩৭ বলে অপরাজিত ২৯ রান করেন। শেষমেশ ২৪ ওভারে ২ উইকেটে ১৮১ রানে পৌঁছে ইনিংস ডিক্লেয়ার করার সিদ্ধান্ত নেয় ভারত। জোমেল ওয়ারিকান এবং শ্যানন গ্যাব্রিয়েল ১টি করে উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই ২টি উইকেট হারিয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। তারা ৩২ ওভারে ৭৬ রান করেছে। তেজনারায়ণ চন্দ্রপল এবং জারমেইন ব্ল্যাকউড যথাক্রমে ৯৮ বলে ২৪ রান এবং ৩৯ বলে ২০ রান করে ক্রিজে টিকে রয়েছেন। শেষ দিনের খেলায় কি হয় সেটাই এখন দেখার বিষয়।
The post রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়ালের ঝোড়ো ব্যাটিংয়ের হাত ধরে একটি নতুন রেকর্ড গড়ল ভারত appeared first on CricTracker Bengali.