ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ, দলে ফিরলেন শিমরণ হেটমায়ার এবং ওশেন থমাস

জুলাই 25, 2023

Spread the love

Shimron Hetmyer. (Photo Source: Twitter)

২৪শে জুলাই, সোমবার, ভারতের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। শিমরণ হেটমায়ার এবং ওশেন থমাস এই দলে জায়গা পেয়েছেন। এই সিরিজটি ২৭শে জুলাই থেকে শুরু হবে এবং ১লা আগস্ট শেষ হবে। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পরাজিত হওয়ার পর তিন ম্যাচের এই ওডিআই সিরিজে অবশ্যই কামব্যাক করতে চাইবে ওয়েস্ট ইন্ডিজ।

প্ৰথম দুটি একদিনের ম্যাচ কেনসিংটন ওভালে অনুষ্ঠিত হবে। এরপর শেষ একদিনের ম্যাচটির জন্য উভয় দলকে ত্রিনিদাদে সফর করতে হবে। সেখানে ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ২৭শে জুলাই, ২৯শে জুলাই এবং ১লা আগস্ট যথাক্রমে প্ৰথম, দ্বিতীয় এবং তৃতীয় একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। 

নিকোলাস পুরান এবং জেসন হোল্ডার এই সিরিজে খেলবেন না। উইকেটরক্ষক-ব্যাটার সাই হোপের নেতৃত্বে এই সিরিজে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। রোভম্যান পাওয়েল সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) অনেক আগেই ওডিআই সিরিজের জন্য দল ঘোষণা করে দিয়েছিল।

West Indies name squad for CG United ODI Series powered by YES BANK

Full details here⬇️https://t.co/dlls8r9uZl pic.twitter.com/zGoHmgKACy

— Windies Cricket (@windiescricket) July 24, 2023

“শিমরনের ব্যাটিং শৈলী আমাদের অনেক সাহায্য করবে” – ডেসমন্ড হেইনস

ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইনস বলেন, “আমরা ওশেন এবং শিমরনকে দলে ফিরিয়ে এনেছি। দুজনেই আগেও আন্তর্জাতিক স্তরে খেলেছে, তারা সাফল্যও পেয়েছে এবং আমরা বিশ্বাস করি যে তারা ওডিআই সিরিজে ভালো পারফর্ম করতে পারবে। ওশেনের কাছে ভালো গতি রয়েছে এবং সে নতুন বল দিয়ে উইকেট শিকার করতে পারদর্শী। শিমরনের ব্যাটিং শৈলী আমাদের অনেক সাহায্য করবে, বিশেষ করে ইনিংসের মাঝামাঝি পর্যায়ে এবং সে একজন ভালো ‘ফিনিশার’।”

ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড: শাই হোপ (অধিনায়ক), রোভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), অ্যালিক অ্যাথানাজে, ইয়ানিক ক্যারিয়া, কেসি কার্টি, ডমিনিক ড্রেকস, শিমরন হেটমায়ার, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, গুড়াকেশ মতি, জেডেন সিলস, রোমারিও শেফার্ড, কেভিন সিনক্লেয়ার, ওশেন থমাস।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, রুতুরাজ গায়কওয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ইশান কিষান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট, মহম্মদ সিরাজ, উমরান মালিক, মুকেশ কুমার।

The post ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ, দলে ফিরলেন শিমরণ হেটমায়ার এবং ওশেন থমাস appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador