এলপিএল, জাফনা কিংস বনাম কলম্বো স্ট্রাইকার্সঃ ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও সম্প্রচার বিবরণী

জুলাই 30, 2023

Spread the love

Jaffna kings vs Colombo Strikers. (Photo Source: Twitter)

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে শুরু হতে চলেছে এবারের লঙ্কা প্রিমিয়ার লিগ। সেকানেই প্রতম ম্য়াচে নামতে চলেছে জাফনা কিংস। প্রতিপক্ষ কলম্বো স্ট্রাইকার্স। সেই ম্যাচ ঘিরে েখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে। শেষপর্যন্ত কী হবে সেটাইউ এখন দ্েখার। যগদিও ধারেভারে অনেকটাই এগিয়ে রয়েচে জাফনা কিংস। তিনবারের লহ্কা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন জাফনা কিংস। তাদের চ্যাম্পিয়নের তকমা যে তারা ধরে রাখতে চাউবে তা বলার অপেক্ষা রাখে না। সেই ম্যাচের দিকেই এখন নজর সকলের।

শেষবারের লঙ্কা প্রিমিয়ার লিগের ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিল জাফনা কিংস ও কলম্বো স্ট্রাইকার্স। কলম্বো স্ট্রাইকার্সকে হারিয়েই শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল জাফনা কিংস। ফাইনালের মঞ্চে সেবার ২ উইকেটে ম্যাচজিতে নেিয়েচিল জাফনা কিংস। এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে সেই কলম্বো স্ট্রাইকার্সের বিরুদ্ধেই যাত্রা শুরু করতে চলেছে জাফনা কিংস। সেখানেই শেষপর্যন্ত কোন অধিনায়কের মুখে জয়ের হাসি ফোটে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

জাফনা কিংস শিবিরে রয়েছেন তাবড় তাবড় তারকা ক্রিকেটাররা। সেখানেই রয়েছেন টি টোয়েন্টি স্পেশ্যালিস্ট ডেভিড মিলার,. ক্রিস লিন, সোয়েব মালিক এবং রহমনুল্লাহ গুরবাজদের মতো ক্রিকেটাররা। যদিও এবার যতেষ্ট শক্তিশালী দল তৈরি করেছে কলম্বো স্ট্রাইকার্সও।  এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো স্ট্রাইকার্সকে নেতৃত্ব দেবেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এছাড়া তাদের দলে রয়েছেন নিরোসান ডিকওয়েলা, পাথুম নিসাঙ্কা, ওয়াহাব রিয়াজ ও নাসিম শাহদের মতো তারকা ক্রিকেটাররা।  প্রথম ম্যাচের লড়াই ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে।

পিচ রিপোর্ট

গতবার এই মাঠে যে  দশটি ম্যাচ খেলা হয়েছিল সেখানে সাতটিতেই জিতেছিল  দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল।  এইমাঠে যেটস জিতলে বোলিংয়ের সিদ্ধান্তই নিতে পরেন অধিীনায়করা তা বলার অপেক্ষা রাখে না। অএি মাঠেই প্রথম ইনিংসের গড় রন হল ১৪৫। সেখানে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে ১৩৬ রান তাড়া করে জেতার রেকর্ড রয়েছে।

সম্ভাব্য একাদশ

জাফনা কিংস

চরিথ আসালঙ্কা, শোয়েব মালিক, তিসারা পেরেরা, গুনারত্নে, কেএনএম ফার্ণান্ডো, রহমনুল্লাহ গুরবাজ, বিজয়কান্থ ব্যাসকান্ত, ডি মদুসঙ্কা, এন থুসারা, জেড খান, এম থিকসানা

কলম্বো স্ট্রাইকার্স

বাবর আজম, এ পেরেরা, পাথুম নিসাঙ্কা, ইফতিকার আহমেদ, সি করুণারত্নে, আরটিএম মেন্ডিস, মহম্মদ নওয়াজ, নাসিম শাহ, নিরোশান ডিকওয়েলা. মথিস পথিরানা, জেএফ ভ্যান্ডারসে

জাফনা কিংস বনাম কলম্বো স্ট্রাইকার্স মুখোমুখি পরিসংখ্যান

ম্যাচ – ৭। জাফনা কিংস – ৫। কলম্বো স্ট্রাইকার্স – ২

ম্যাচ সম্প্রচার বিবরণী

ম্যাচ – জাফনা কিংস বনাম কলম্বো স্ট্রাইকার্স

সময় – সন্ধে ৭.৩০

লাইভ সম্প্রচার – স্টার স্পোর্টস এবং ফ্যান কোড

The post এলপিএল, জাফনা কিংস বনাম কলম্বো স্ট্রাইকার্সঃ ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও সম্প্রচার বিবরণী appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador