Manoj Tiwary. (Photo Source: Instagram)
দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে ইতি টানলেন বাংলার প্রাক্তন অদিনাক মনোজ তিওয়ারি। বৃহস্পতিবার সব ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন মনোজ তিওয়ারি। ইনস্টাগ্রামে এক দীর্ঘ বার্তাদিয়েই ক্রিকেটকে বদায় জানালেন তিনি। আসন্ন মরসুমের রঞ্জি ট্রফিতেও আর বংলার জার্সিতে যাবে না মনোজ তিওয়ারিকে। অবশষে বঙ্গ ক্রিকেটের এক অধ্যায় শেষ হল মনোজ তিওয়ারির অবসরের সঙ্গেই বাংলার পাশাপাশি দেশের জার্সিতেও বেশ কয়েকটি ম্যচে খেলেছেন বাংলার এই তারকা ক্রিকেটার। একইসঙ্গে একসময় সামলেছেন বাংলার নেতৃত্বের দায়িত্বও।
এবারের রঞ্জি ট্রফির ফাইনালে ফঠলেও সেষপর্যন্ত জিততে পারেনি বাংলা। রঞ্জি ট্রফি জয়ের অধরা স্বপ্ন নিয়েই শেষপ্রযন্ত দীর্ঘ ক্রিকেট কেরিয়ার থেকে সরে দাঁঁড়ালেন মনোজ তিওয়ারি। এক আবেগতাড়িত বার্তা দিয়েই শেষপর্যন্ত ক্রিকেট কেরিয়ারে ইতি টানলেন বাংলার এই তারকা ক্রিকেটার। এই মুহূর্তে বাংলার হয়ে সর্বোচ্চ রানের তালিকায় অন্যতম উল্লেখযোগ্য নাম মনোজ তিওয়ারির। সেইসঙ্গে ভারতের হয়ে খেলার পাশাপাশি খেলেছেন ইপিএলের মঞ্চেও খেলেছেন বাংলার এই তারকা ক্রিকেটার। প্রতম শ্রেলীর ক্রিকেটে বাংলার হয়েবহু অসাধারণ পারফরম্যান্স সকলকে উপহারও দিয়েছেন তিনি।
এবার সেই ক্রিকেটের বাইশগজকেই বিদায় জানালেন বাংলার প্রাক্তন অধিনায়ক। ২০০৭-২০০৮ মরসুমে ভারতের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক হয়েছিল মনোজ তিওয়ারির। যদিও সেই মঞ্চে খুব একরটা বড় রান করতে পারেননি বাংলার এই তারকা ক্রিকেটার। গোটা সিরিজে মাত্র ২ রান করেছিলেন তিনি। দেসের জার্সিতে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টি টোযেন্টি ম্যাচখেলেছেন মনোজ তিওয়ারি। সেই ম্যাচে অবশ্য তঁর রান রয়েছে মাত্র ১৫। দেশের জার্সিতে অবশ্য মনোজ তিওয়ারির সেরা পারফরম্যান্স ওয়েস্ট ইন্ডিজের বিরদ্ধে ২০১১-২০১২ মরসুমে।
THANK YOU 🙏 pic.twitter.com/xFWCJHSVka
— MANOJ TIWARY (@tiwarymanoj) August 3, 2023
ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধেই দেশের জর্সিতে কেরিয়ারের সর্বোচ্চ স্কোর করেছিলেন মনোজ তিওয়ারি। ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন বাংলার এই তারকা ক্রিকেটার। সেই ম্যাচে সেরার শিরোপাও উঠেছিল মনোজ তিওয়ারির মাথাতেই। যদি এপরই ভারতীয়দল থেকে বাদ পড়তে হয়েছিল মনোজ তিওয়ারিকে। এরপর পের শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে প্রত্যাবর্তনের সুযোগ পেয়েছিলেন মনোজ তিওয়ারি। সেখানেই ৬১ রানে ৪ উইকেট তুলে নিয়েছিলেন মনোজ তিওয়ারি্।
প্রথম শ্রেনীর ক্রিকেটে ৯০০০ রান রয়েছে মনোজ তিওয়ারির
সোশ্যাস মিডিয়ায় মনোজ তিওয়ারি জানিয়েছেন, “এই খেলাই আমাকে সবকিছু দিয়েছে। যে সমস্ত জিনিসের স্বপ্ন আমি দেখেছি সবি পেয়েছি এই খেলা থেকে। যে সময়নানান চ্যালেঞ্জ আমার সামনে ছিল, সেই শুরুর সময় থেকেই। এই খেলা এবং ভগবানে কাছে সবসময়ই আমি কৃতজ্ঞ থাকব”।
বাংলার হয়েবরাবরি সফল হয়েছেন এই তারকা ক্রিকেটার। প্রথম শ্রেনীর ক্রিকেটে মনোত তিওয়ারির ঝুলিতে রয়েছে ৯০০০ রান। সেখানেই ২৯টি সেঞ্চুরীর সঙ্গে মনোজ তিওয়ারির রয়েছে পাঁচটি দ্বিশতরান। এছাড়া একটিই রয়ছে ত্রিশতরান। বাংলার হয়ে প্রশম শ্রেনীর ক্রিকেটে মনোজ তিওয়ারির সর্বোচ্চ স্কোর ৩০৩। দীর্ঘদিন ধরেই ক্রিকেটের বাইশগজে নানান চড়াই উতরাইয়ের মধ্যেদিয়ে এগিয়ে গিয়েছেন মনোজ তিওয়ারি। অবশেষ অবসরের সিদ্ধান্তটা নিয়েই ফেললেন তিনি।
The post সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন মনোজ তিওয়ারি appeared first on CricTracker Bengali.