Babar Azam. (Photo Source: Twitter)
এশিয়া কাপের মঞ্চে নামার আগে লঙ্কা প্রিমিয়ার লিগকেই নিজের প্রস্তুতি মঞ্চ হিসাবে বেছে নিয়েছিলেন বাবর আজম। সেই লক্ষ্যে দুরন্ত গতিতেই এগিয়ে চলেছেন এই তারকা ক্রিকেটার। টি টোয়েন্টির মঞ্চে নতুন রেকর্ড গড়লেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দ্বিতীয় ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টি ফর্ম্যাটে ১০টি সেঞ্চুরীর মালিক হলেন তিনি। সোমবার লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে সেঞ্চুরী ইনিংস খেলেছেন বাবর আজম। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে। এশিয় কাপেও তিনি এই ফর্ম ধরে রাখেন কিনা সেটাই এখন দেখার।
লঙ্কা প্রিমিয়ার লিগের দশ নম্বর ম্যাচে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে নেমেছিলেন তিনি। প্রতিপক্ষ দল হিসাবে মাঠে নেমেছি্ল গল টাইটান্স। সেখানেই কার্যত বাবর আজমের সামনে মাথা তুলে দঁড়াতেই পারল না প্রতিপক্ষ শিবিরের বোলাররা। ৫৯ বলে ১০৪ রানের ইনিংস খেলে কলম্বো স্ট্রাইকার্সকে আরও একট জয় এনে দিলেন বাবর আজম। সেইসঙ্গেই এক নতুন রেকর্ডও গড়ে ফেললেন পাকিস্তানের অধিনায়ক বাাবর আজম। ক্রিস গেইলের সঙ্গেই এক তালিকায় নাম তুলেন তিনি।
এতদিন টি টোয়েন্টি ম্যাচে ১০টির বেশী সেঞ্চুরী করার রেকর্ড ছিল শুধুমাত্র ক্রিস গেইলের। এদিন যখন বাবর আজম গল টাইটান্সের বিরুদ্ধে মাঠে নেমেছিল, সেই সময় বার আজম টি টোয়েন্টি ফর্ম্যাটে এই নতুন রেকর্ডের থেকে আর মাত্র একধাপ দূরে দাঁডিয়েছিলেন তিনি। সেখানে শুরু থেকেই দুর্ধর্ষ ফর্মে ছিলেন এই তারকা ক্রিকেটার। এদিন ৫৯ বলে ১০৪ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন বাবর আজম। সেইসঙ্গেই টি টোেয়েন্টি কেরিয়ারের ১০টি সেঞ্চুরী করার রেকর্ড গড়েছেন বাবর আজম।
টি টোয়েন্টি ফর্ম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরী
ক্রিস গেইল – ২২ সেঞ্চুরী
বাবর আজম – ১০ সেঞ্চুরী
মাইকেল ক্লিঙ্গার – ৮ সেঞ্চুরী
ডেভিড ওয়ার্নার – ৮ সে়্ঞ্চুরী
বিরাট কোহলি – ৮ সেঞ্চুরী
এদিন প্রথমে ব্যাটিং করে গল টাইটান্স ১৮২ রান করেছিল কলম্বো স্ট্রাইকার্সের বিরুদ্ধে। সেখানে শুরু থেকেই বিধ্বংসী ফর্মে ছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সেখানেই মাত্র ৫৯ বলে ১০৪ রানের ইনিংস খেলেন বাবর আজম। আর তাঁর হাত ধরেই ম্যাচ জিতে নিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। বাবর আজমের গোটা ইনিংস জুড়ে রয়েছে শুধুই চার ও ছয়ের বন্যা। তাঁর ১০৪ রানের ইনিংসটি সজানো রয়েছে ৮টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারি দিয়ে।
এদিন তিনি যখন সাজঘরে ফেরেন সেই সময় কলম্বো স্ট্রাইকার্সের রান ছিল ১৭৫। কলম্বো স্ট্রাইকার্সের জয় তখন ছিল সময়ের অপেক্ষা। এবারের এশিয়া কাপের প্রস্তুতি ম়ঞ্চ হিসাবেই বেছে নিয়েছিলেন বাবর আজম। এই পারফরম্যান্সের ধারা তিনি এশিয়া কাপেও ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার।
The post দ্বিতীয় ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টিতে ১০টি সেঞ্চুরীর মালিক বাবর আজম appeared first on CricTracker Bengali.