IRE vs IND. (Photo Source: Twitter)
আয়ারল্যান্ড বনাম ভারত টি টোয়েন্টি সিরিজ এখনও শুরু হয়নি। শুক্রবার ভারতীয় সময় সন্ধে সাড়েসাতটায় সুরু হবে প্রথম টি টোয়েন্টি ম্যাচ। কিন্তু এই সিরিজ ঘিরে যে আয়ারল্যান্ডে উত্তেজনার পারদ তুঙ্গে তা বলার অপেক্ষা রাখে না। সিরিজ সুরু হওয়ার আগেই প্রথম দুটো টি টোয়েন্টি ম্যাচের সব বিক্রি হয়ে গিয়েছে। কার্যত সিরিজ শুরুর হওয়ার আগেই মাঠ হাউসফুল। আর এই খবর য়ে সিরিজের উন্মাদনা অনেকটাই বাড়িয়েদিচ্ছেতা বলার অপেক্ষা রাখে না। এখন শুধুই ডাবলিনের দ্য ভিলেজ স্টেডিয়ামের বাইশদজে বল গড়ানোর অপেক্ষা রাখে না।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। এশিয়া কাপ ও বিস্বকাপের আগে এটাই ভারতের সামনে শেষ টি টোয়েন্টি ম্যাচ। সুতরাং সেই সিরিজ ঘিরে যে সকলের উত্তেজনার প্রবল থাকবে সেটাই স্বাভাবিক। সেই মতো এই সিরিজের টিকিটের চাহিদাও ছিল তুঙ্গে। সেই জন্য টিকিটচাড়ার সঙ্গেই কার্যততা শেষ হয়ে গিয়েছে। সদ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে। যদিও সেই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২-২ ব্যবধানে হেরে গিয়েছে ভারতীয় দল।
পরিসংখ্যানের বিচারে আয়ারল্যান্ডের থেকে এগিয়ে ভারতীয় দল
আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই মরসুমের শেষ টি টোয়েন্টি সিরিজে জিততে মরিয়া হয়ে রয়েছে ভারতীয় শিবির। যদিও এই সিরিজে তরুণ ব্রিগে়েকেই নামানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়া। চোট সারিয়ে এই সিরিজে ফিরেছেন জসপ্রীত বুমরাহ। তাঁর নেতৃত্বেই এই সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। একইসঙ্গে চোট সারিয়ে ফিরেছেন প্রসিদ্ধ কৃষ্ণাও। ভারতীয় দল এই টি টোয়েন্টি সিরিজ জিততে এখন মরিয়া হয়েছে রয়েছেন। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা ভারতবর্ষ। সেই ম্যাচ দেখার জন্য যে এদিন স্টেডিয়াম কানায় কানায় ভর্তি থাকতে চলেছে তাও বলার অপেক্ষা রাখে না।
টিকিট বিক্রি প্রসঙ্গে ক্রিকেট আয়ারল্যান্ডের তরফে তাদের ওয়েবসাইটে জানানো হয়েছে, “ভারত বনাম আয়ারল্যান্ডের প্রথম এবংদ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের প্রতিটি টিকিটই বিক্রি হয়ে গিয়েছে। তৃতীয় ম্যাচের টিকিটও দ্রুত বিক্রি হচ্ছে”।
ধারেভারে এই সিরিজে আয়ারল্যান্ডের থেকে এগিয়ে থেকেই নামছে ভারতীয় দল। এখনও পর্যন্ত পাঁচবারের সাক্ষাতে পাঁচবারই জিতেছে টিম ইন্ডিয়া। সেই ধারা যে বারতীয়দল এই সিরিজেও ধরে রাখতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে আয়ারল্যান্ডও ভারতের দিকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত রয়েছে। কয়েকদিন আগেই ২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের ছাড়পত্র পেয়েছে আয়ারল্যান্ড। শেষপর্যন্ত কী হবে সেটাই এখন দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post সিরিজ শুরুর আগেই বিক্রি হয়ে গেল প্রথম দুই টি টোয়েন্টির সব টিকিট appeared first on CricTracker Bengali.