Jasprit Bumrah. (Photo Source: Twitter)
চোট সারিয়ে প্রায় ১১ মাস পর ভারতীয় দলে প্রত্যাবর্তন করেছেন জসপ্রীত বুমরাহ। গোটা দেশ তো বটেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে জসপ্রীত বুমরার বোলিং পারফরম্যান্স দেখার অপেক্ষায় ছিল ভারতীয় দলের প্রতিটা ক্রিকেটারই। সেখানেই কাওকে হতাশ করেননি জসপ্রীত বুমরাহ। ভারতীয় দলে ফেরার পরই তাঁর পুরনো ছন্দে ছিলেন জসপ্রীত বুমরাহ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্বে রয়েছেন জসপ্রীত বুমরাহ। ম্যাচ শেষে সেরা ক্রিকেটারের পুরস্কারটাও জিতে নিলেন জসপ্রীত বুমরাহ। তাঁর মাঠে নামার অপেক্ষাতেই ছিলেন বুমরার সতীর্থরা।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে জসপ্রীত বুমরাকে দেশের জার্সিতে মাঠে নামার অপেক্ষাতে ছিলেন সকলে। সেখানেই প্রথম ওভারের প্রথম বলটা বাদ দিল জসপ্রীত বুমরা ছিলেন নিজের চেনা ছন্দেই। প্রথম বলেই বাউন্ডারি হয়। এরপর গোটা ওভারে আর একটাও রান দেননি তিনি। সেইঙ্গেই তুলে নিয়েছিলেন জোড়া উইকেট। আর সেই পারফরম্যান্সটাই যে ভারতীয় দলকে জয়ের রাস্তায় অনেকটা এগিয়ে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। সেই পারফরম্যান্স দেখেই মুগ্ধ দলের আরেক বোলার রবি বিষ্ণোই।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছিলেন জসপ্রীত বুমরাহ
জসপ্রীত বুমরার মাঠে নামার অপেক্ষায় যে তিনিও ছিলেন তা বলতে কোনওরকম দ্বিধা করেননি এই তারকা স্পিনারও। চোট সারিয়ে ফিরে প্রথম ম্যাচেই জসপ্রীত বুমরাকে তাঁর পুরনো ছন্দে দেখা যায় কিনা সেটাই দেখার অপেক্ষায় ছিলেন সকলে। সেখানে হতাশ হতে দেননি ভারতীয় দলের এই তারকা স্পীডস্টার। সিরিজের বাকি ম্যাচেও যে জসপ্রীত বুমনরার তেকে এমন পারফরম্যান্সের দারাই পাওয়া যাবে তা নিয়ে খুব একটা সন্দেহ নেই। জসপ্রীত বুমরাকে নিয়ে ক্রমশই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।
এই প্রসঙ্গে রবি বিষ্ণোই জানিয়েছেন, “তিনি কী ধরণের বোলার তা গোটা বিশ্বের সকলেই দেখেছেন তাঁর পারফরম্যান্স। দীর্ঘদিন পর প্রত্যাবর্তনের মঞ্চে এটাই ছিল তাঁর প্রথম ম্যাচ। তাঁর প্রথম বলটা তাঁর সেভাবে কাজ করেনি। কিন্তু এরপরের পাঁচটা বল অবশ্য অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। সেই পারফরম্যান্স দেখাটাও বেশ মজার ছিল। সকলেই এ্ই জসপ্রীত বুমরাকে দেখার অপেক্ষায় ছিলেন সকলে। সেটা দেখার মজাটাই আলাদা ছিল”।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে একাই দুই ুইকেট তুলে নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। সেইসঙ্গে প্রথম ম্যাচেই সেরা ক্রিকেটারের পুরস্কারও জিতে নিয়েছেন এই স্পীডস্টার। বাকি ম্যাচেও বুমরাহ এই পারফরম্যান্স ধরে রাখতে পারেন কিনা সেটাই এখন দেখার।
The post জসপ্রীত বুমরার বল হাতে মাঠে নামার অপেক্ষায় ছিলেন রবি বিষ্ণোই appeared first on CricTracker Bengali.