Avesh Khan. (Photo Source: BCCI)
আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে ভারতীয় দল জয় পেয়েছে। বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে টিম ইন্ডিয়া ২ রানে জয় পেয়েছিল। দ্বিতীয়টি টোেয়েন্টি জিততে পারলেই সিরিজ পকেটে পুরবেন জসপ্রীত বুমরারা। সেই ম্যাচ শুরু হতে কুব একটা বেশী দেরী নেই। তার আগেই ভারতের প্রথম একাদশ নিয়ে পরকামর্শ দিলেন প্রাক্তন ক্রিকাটার তথা প্রাক্তন নির্বাচক সাবা করিম। তাঁর মতে এই ম্যাচে অর্শদীপ সিংয়ের বদলে আভেশ খানকে সুযোগ দেওয়া হয়নি। প্রকথম ম্য়াচেবল হাতে খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি অর্শদীপ সিং।
এই বছরের আইপিএল তেকেই অর্শদীপ সিংয়ের বোলিং পারফরম্যান্সের গ্রাফটা নীচের দিকে রয়েছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি এই তরুণ ক্রিকেটার। প্রথম ম্যাচে মাত্র একটি উইকেট তুলতে পেরেছিলেন এই তরুণ ক্রিকেটার। সেইসঙ্গে রানও দিয়েছিলেন অন্যান্য বোলারদের তুলনায় বেশী। সেটা যে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে খানিকটা চিন্তায় রাখবে তা বলার অপেক্ষা রাখে না।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাত্র একটি উইকেট পেয়েছিলেন অর্শদীপ সিং
সাবা করিমের মতে অর্শদীপ শুরুর দিকে ভাল বোলিং করলেও, ম্যাচ যত এগোয় ততই তাঁর পারফরম্যান্সের গ্রাফটা নীচের দিকে নামতে থাকে। বিশেষ করে স্লগ ওভারে অর্সদীপ সিং যখন বোলিং করতে আসেন, সেই সময় তাঁকে ব্যর্থ হতেই দেখা গিয়েছে বে্শীরভাগ ক্ষেত্রে। সেইসঙ্গে ওেস্ট ইন্ডিজের পর আয়ারল্যান্ডের বিরুদ্ধেও এখনও পর্যন্ত ভারতীয় দলে খেলার সুযোগ পাননি আভেশ খান। দ্বিতীয় ম্যাচে সেই কারণেই অর্শদীপের পরিবর্তে আভেশ খানকে খেলানোর পরামর্শ দিচ্ছেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার। যদিও শেষপর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
দ্বিতীয় ম্যাচেরপ্রথম একাদশ বাছা প্রসঙ্গে সাবা করিম জানিয়েছেন, আমি আশাবাদী যে এই ম্যাচে এক তেকে দুটো পরিবর্তন হতে পারে। কারণ এই দলটি সম্পূর্ণ তারুণ্যে নির্ভর একটি দল। সেখানেই এমন একজন থেকে দুজন ক্রিকেটার রয়েছেন যারা এখনও পর্যন্ত সুযোগ পাননি। তাদের মধ্যেই একজন হলেন আভেশ খান। যিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে থাকলেও খেলার সুযোগ পাননি। আমার মনে হয় এই ম্যাচে আভেশ খানকে সুযোগ দেওয়া হতে পারে। সম্ভবত অর্শদীপ সিংয়ের জায়গাতেই আসতে পারেন তিনি।
প্রথম ম্যাচে অর্শদীপ সিং একটি উইকেট নিতে পারলেও, তাঁর এক ওভারে ২০ রান দেওয়া ভারতীয় দলকে সমস্যায় ফেলতেই পারত। যদিও শেষপর্যন্ত সেই ম্যাচ টিম ইন্ডিয়াই জিতে নিয়েছে। এবার কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
The post দ্বিতীয় ম্যাচে অর্শদীপের পরিবর্তে আভেশ খানকে খেলানো হতে পারে, মত সাবা করিমের appeared first on CricTracker Bengali.