KL Rahul. (Photo Source: Instagram/KL Rahul)
সোমবারই এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সেই দলেই চোট সারিয়ে ফিরেছেন লোকেশ রাহুল এবং শ্রেয়স আইয়ার। দলে ফিরলেও লোকেশ রাহুলকে নিয়ে কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি স্বস্তি পাচ্ছে না ভারতীয় শিবির। পুরনো চোট সারিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেও, ফের নতুন করে একটি চোট পেয়েছেল ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। যদিও সেই চোট খুব একটা গুরুতর নয়। তবুও বিসিসিআই তাঁকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে নারাজ। সেই কারণেই ব্যাকআপ হিসাবে সঞ্জু স্যামসনকে রাখা হয়েছে।
এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। সোমবার দীর্ঘ বৈঠকের পর রোহিত শর্মা এবং অজিত আগরকর ভারতীয় দল ঘোষণা করেছিলেন। সেখানেই ব্যাকআপ ক্রিকেটার হিসাবে রাখা হয়েছিল সঞ্জু স্যামসনকে। এএরপর তেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে সঞ্জু স্যামসনকে ভারতীয় স্কোয়াডে কোন ক্রিকেটারের ব্যাকআপ হিসাবে রাখা হয়েছিল। সাংবাদিক সম্মেলনে এসে সেই সংশয়টাই দূর করে দিলেন ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর।
আইপিএলের সময়ই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন লোকেশ রাহুল
সেই সময়ই তাঁর মুখে শোনা গিয়েছে লোকেশ রাহুলের নতুন করে চোট পাওয়ার কথা। আর সেই খবর যে ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য খুব একটা স্বস্তির খবর নয়তা বলার অপেক্ষা রাখে না। তবে তাঁর পুরনো চোটের জায়গা সম্পূর্ণ ঠিক রয়েছে। নতুনভাবে হাল্কা চোট রয়েছে এই তারকা ক্রিকেটারের। সেটা খুব একটা অসুবিধা করবে না বলেই মনে করছেন ভারতীয়দলের নির্বাতক অজিত আগরকর। তবুও তারা ঝুঁকি নিতে চাননি। সেই কারণেই শেষপর্যন্ত সঞ্জু স্যামসনকে ব্যাকআপ ক্রিকেটার হিসাবে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে শ্রেয়স আইয়ার সম্পূর্ণ সুস্থই রয়েছেন।
সাংবাদিক সম্মেলনে অজিত আগরকর জানিয়েছেন, “শ্রেয়স আইয়ার সম্পূর্ণভাবে ফিট রয়েছেন। শেষ কয়েকদিনে লোকেশ রাহুলের পুরনো চোটের জায়গায় কোনও সমস্যা হয়নি, তবে হাল্কা একটা চোট লেগেছে তাঁর। সেই কারণেই সঞ্জু স্যামসন দলের সঙ্গে সমস্ত জায়গায় যাবেন। তবে ফিজিওরা্ তাদের কাজ করে চলেছেন। আমরা আশাবাদী যে প্রতিযোগিতার যেকোনও মুহূর্তেই তারা সেই রিপোর্ট দিয়ে দেবেন। যদি পুরোপুরি সুস্থ নাও হয় তবে প্রথম দুই থেকে তিনটে ম্যাচ হয়ত খেলতে পারবেন না”।
আগামী ৩০ অগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। সেখানেই ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের আগে এই মঞ্চেই শেষ পরীক্ষা নীরিক্ষা করে নিতে চলেছে ভারতীয় দল।
The post এশিয়া কাপের দলে এলেও হাল্কা চোট রয়েছে লোকেশ রাহুলের appeared first on CricTracker Bengali.