Tilak Varma. (Photo Source: Twitter)
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই এবার টি টোয়েন্টিতে দেশের জার্সিতে অভিষেক হয়েছে তিলক বর্মার। দেশের জার্সিতে টি টোয়েন্টিতেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে ভাল পারফরম্যান্স দেখানোর পর থেকেই তাঁকে নিয়ে শুরু হয়েছিল আলোচনা। সোমবারি ঘোষণা হয়েছে ভারতের এশিয়া কাপের স্কোয়াড। সেই দলেই এবার ডাক পেয়েছেন ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার তিলক বর্মা। এশিয়া কাপের মঞ্চে ওডিআই ফর্ম্যাটে অভিষেক করার সুযোগ পেয়েই আপ্লুত তিলক বর্মা।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন তিলক বর্মা। ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে ১৭৩ রান করেছিলেন তিলক বর্মা। তাঁর সেই পারফরম্যান্স দেখানোর পর থেকেই এই তরুণ ক্রিকেটারকে এশিয়া কাপের দলে নেওয়ার কথা বলতে শুরু করেছিলেন বিশেষজ্ঞ থেকে প্রাক্তন ক্রিকেটাররা। অবশেষে সেটাই হয়েছে। এশিয়া কাপের মঞ্চে ভারতীয় দলে ডাক পেয়ে আপ্লুত তিলক বর্মাও। তিনি এখনও পর্যন্ত ভাবতেই পারছেন না দেশের জার্সিতে এশিয়া কাপের মঞ্চেই অভিষেক হতে চলেছে তাঁর।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০-তে ১৭৩ রান করেছেন তিলক বর্মা
এবারের আইপিেলেও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিলক বর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের প্লে অফে পৌঁছনোর পিছনে সূর্যকুমার যাদবের সঙ্গে অন্যতম প্রধান কারিগড় ছিলেন এই তরুণ ক্রিকেটার। এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১১ ইনিংসে ৩৪৩ রান করেছিলেন তিলক বর্মা। সেই থেকেই ভারতীয় দলের নির্বাচকদের নজরে পড়ে গিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের হ.য়ে ভাল পারফরম্যান্স দেখানোর সঙ্গেই এবার এসিয়াকাপের মঞ্চেও জায়গা করে নিয়েছেন তিলক বর্মা।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “আমি কখনও স্বপ্নেও ভাবিনি যে সরাসরি ওডিআই ক্রিকেটের ফর্ম্যাটে এসিয়া কাপের ম়্চে আমি অভিষেক করব। ভারতের হয়ে ওডিআই ফর্ম্যাটে অভিষেক করার স্বপ্নই আমি সবসময় দেখতাম। কিন্তু এবার এই সুযোগ আমার কাছে বিরাট একটা ব্যপার। আমি সবসময়ই বারতের হয়ে ওডিআই ফর্ম্যাটে অভিষেকের স্বপ্ন দেখতাম এবং সেটা যে এই একই বছরে হয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। এই বছরই টি টোয়েন্টি ফর্ম্যাটে অভিষেক করেছি এবং তার এক মাসের মধ্যেই এশিয়া কাপের দলেরও ডাক পেয়েছি। সত্যিই এটা আমার অন্যতম একটা স্বপ্ন চিল এবং সেটাই এবার পূরণ হতে চলেছে”।
আগাী ৩০ অগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। সেখানেই প্রথম ম্যাচে ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামতে চলেছে টিম ইন্ডিয়া। শেষপর্যন্ত সেই মঞ্চে কী হয় সেটাই এখন দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post এশিয়া কাপের মঞ্চে ওডিআই অভিষেকের সুযোগ পেয়ে আপ্লুত তিলক বর্মা appeared first on CricTracker Bengali.