অলিম্পিকের মঞ্চে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন নীরজ চোপড়া। ২০২০ সালের অলিম্পিকে সেই রেকর্ড গড়ে দেসে ফিরেছিলেন ভারতের এই সোনার ছেলে। সেই থেকেই তাঁকে নিয়ে গোটা দেশবাসীর উচ্ছ্বাস ছিল দেখার মতো। এই বছর নেমেছিলেন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। সেখানেও আশাহত করলেন ভারতের এই সোনার ছেলে। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মঞ্চেও সোনার মেডেল গলায় উঠল নীরজ চোপড়ার। সেখানেই পাকিস্তানের প্রতিদ্বন্দ্বীকে কার্যত হেলায় উড়িয়ে সোনার পদক জিতে নিলেন তিনি।
ভারতের আরও দুই প্রতিযোগী এবারের জ্যাভলিন থ্রো-তে ছিলেন। কিন্তু শেষপর্যন্ত তারা ফাইনালে পৌঁছতে পারেননি। কিন্তু অলিম্পিকের পর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও নিজের পারফরম্যান্সের ধারা অব্যহত রাখলেন এই তারকা অ্যাথলিট। বিশ্ব অ্যাথলেটিক্স ফাইনালের মঞ্চেও ছিল ভারত বনাম পাকিস্তান লড়াই। সেখানেই শেষ সুযোগে পাকিস্তানের আরশাদের বিরুদ্ধে দীর্ঘ জ্যাভলিন থ্রোয়ে পাকিস্তানের তারকাকে হারিয়ে পের একবার সোনার মেডেল গলায় উঠল নীরজ চোপড়ার গলায়।৮৮.১৭ মিটার দুরত্ব অতিক্রম করে ফের এক নতুন রেকর্ড গড়লেন তিনি।
অলিম্পিকের মঞ্চেও সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন নীরজ চোপড়া
এদিন সোনার পদক জয়ের পরই রেকর্ড নতুন এক ইতিহাস গড়েছেন নীরজ চোপড়া। তিনিই প্রথম ভারতীয় হিসাবে বিশ্ব অ্যাথলেটিক্সের জ্যাভলিন থ্রোয়িংয়ে সোনা জিতেছেন। অলিম্পিকের পর বি্শ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও এবার এক নতুন ইতিহাস তৈরি করেছিলেন নীরজ চোপড়া। পাকিস্তানের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে শুরু থেকেই লড়াইটা ছিল এদিন হাড্ডহাড্ডি। সেখানেই তাঁর দ্বিতীয় সুযোগে নীরজ চোপড়া এবারের জ্যাভলিন থ্রোতে সর্বোচ্চ থ্রোটা করেছিলেন। সেখানেই তাঁর দুরত্ব অতিক্রম হয়েছিল ৮৮.১৭ মিটার।
সেই থেকেই তাঁকে ঘিরে প্রত্যাশা চড়তে শুরু করেছিল। সেখানেই পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী আরশাদ আর পারেননি নীরজ চোপড়াকে টপকাতে। পাকিস্তানের আরশাদের দুরন্ত ছিল ৮৭.৮২ মিটার। আর স্কোর স্কোরবোর্ডে ফুটে উঠতেই বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের পোডিয়ামে উঠে লোনার মেডেল গলায় তোলেন এই তারকা অ্যাথলিট। সোনার ছেলের এমন কীর্তিতেই আপ্লুত হয়েছেন সকলে। তাঁর এমন কৃতিত্বকেই কুর্ণিশ জানিয়েছেন প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা।
২৭ অগস্ট রাতে নীরজ চোপড়ার বুদাপেস্টে সোনার ইতিহাস লিখেছিলেন। আর তাতেই আপ্লুত গোটা ভারতবাসী। নীরজ চোপড়া আগামী দিনেও য়ে এমন পারফরম্যান্সই প্রদর্শন করবেন তা বলার অপেক্ষা রাখে না।