IND v PAK Match weather. ( Image Source: Google Weather )
আগামী ২ সেপ্টেম্বর এশিয়া কাপের মঞ্চে মুখোমুখি হতে চলেছে দুই চির প্রতিদ্ব্ন্দ্বী ভারত ও পাকিস্তান। এশিয়া কাপের সূচী ঘোষণা হওয়ার পর থেকেই সেই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। শনিবার ক্যান্ডিেতে সেই বহু প্রতিক্ষিত লড়াইয়েবাবর আদজমদের বিরুদ্ধে মাঠে নামবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। কিন্তু সেই ম্যাচ শুরু হওয়ার আআগদে খানিকটা অস্বস্তি সমর্থকদের মনেকর ভিতর। শনিবার ভারত বনাম পাকিস্তান ম্যাচে হঠাত্ই বৃ্ষ্টির পূর্বাভাস। আর সেটা যে চিন্তা বাড়ানোর জন্য যথেষ্টতা বলার অপেক্ষা রাখে না।
শোনাযাচ্ছ ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিন অর্থাত্ শনিবারই ক্যান্ডির ওপর দিয়ে বয়েযেতে পারে বালাগোল্লা ঝড়। আর তাতেই ম্যাচের দিন বৃষ্টির হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। টিকিট আসার সঙ্গে সঙ্গেই কয়েক মুহূর্তের মধ্যে শেষ হয়ে গিয়েছিল ভারত বনাম পাকিস্তান ম্যাচের টিকিট। কিন্তু সেই ম্যাচের আগেই বৃষ্টির খবর যে সমর্থকদের কাছে খুব ভাল সংবাদ নয় তা বলার অপেক্ষা রাখে না। বুধবারই শ্রীলঙ্কায় পৌছে গিয়েছেটিম ইন্ডিয়া। নেপালকে হারানোর পর বৃহস্পতিবারই ক্যান্ডিতে পৌঁছেছে পাকিস্তানও। এই দুই দল শ্রীলঙ্কার মাটিতে পৌঁছনোর পর থেকেই যে ম্যাচের উন্মাদনার পারদ আরও চড়তে শুরু করেছেতা বলার অপেক্ষা রাখে না।
২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে যাত্রা শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া
শেষবার টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে একে অপরের মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেই ম্যাচেই টিম ইন্ডিয়ার হয়ে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছিলেন বিরাট কোহলি। কার্যত চওড়া ব্যাটেভর করেই ভারতীয় দল যে সেই ম্যাচ জিতে নিয়েছিল তা সকলেরই জানা রয়েছে। েই ম্যাচেও যে সকলে বিরাট কোহলিকে নিয়ে আরও বেশী আশাবাদী রয়েছেন সকলে। সেইসঙ্গে শুভন গিল, রোহিত শর্মারাও রয়েছেন ছন্দে। কিন্তু হঠাত্ আবহাওয়ার বদলই এখন চিন্তার অন্যতম প্রধান কারণ। শোনাযাচ্ছে সেদিন নাকি ৭০ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ম্যাচ শুরু হওয়ার আধঘন্টা আগেই সেখানে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যগদিকে এবারের এশিয়া কাপে নেপালের বিরুদ্ধেই যাত্রা শুরু করেছে পাকিস্তান। প্রথম ম্যাচেই নেপালের বিরুদ্ধে বিরাট জয়তুলে নিয়েছে বাবর আজমের পাক বাহিনী। সেই ম্যাচেই ১৫১ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন বাবর আজম। একইসঙ্গে বড়রানের ইনিংস খেলেছিলেন ইফতিকার আহমেদও। সেই পারফরম্যান্স যে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াচ্ছে তা বলাই বাহুল্য। যদিও পাকিস্তানের বি্রুদ্ধে সাফল্য পেতে প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখছে না টিম ইন্ডিয়া।
বিরাট কোহলি, শুভমন গিলদের ফর্মে থাকা যেমন ভারতীয় দলের আত্মবিশ্বাস যোগাচ্ছে। তেমনই ভারতীয় দলের হয়ে এই ম্যাচে জসপ্রীত বুমরার প্রত্যাবর্তনও আশা জাগাচ্ছে সকলের মনে। শেষপর্যন্ত পাকিস্তানকে হারিয়ে এবারের এশিয়া কাপে ভারতীয়দল যাত্রা শুরু করতে পারে কিনা সেটাই এখন দেখার।
The post এশিয়া কাপের মঞ্চে ভারত বনাম পাকিস্তান ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি appeared first on CricTracker Bengali.