প্রয়াত হিথ স্ট্রিক। রবিবার সকালেই দূরারোগ্য ক্যান্সারের কাছে হেরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জিম্বাবোয়ের কিংবদন্তী ক্রিকেটার হিথ স্ট্রিক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। দীর্ঘদিন ধরেই লিভার ক্যান্সারে ভুগছিলেন জিম্বাবোয়ের এই তারকা ক্রিকেটার। রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় হিখ স্ট্রিকের মৃত্যু খবর দিয়েছেন তাঁর স্ত্রী। ক্রিকেটের বাইশগজে বহু সাফল্য রয়েছে জিম্বাবোয়ের এই তারকা ক্রিকেটারের। মাত্র ৪৯ বছর বয়সেই থেমে গেল সেই লড়াই। হিথ স্ট্রিকের মৃত্যুতে বিশ্ব ক্রিকেট মহলে শোকের ছায়া।
কয়েকদিন আগেই হিথ স্ট্রিকের মৃত্যু খবর নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। তাঁরই একসময়ের সতীর্থ হে্নরি ওলোঙ্গার টুইট ঘিরেই কার্ত হৈচৈ পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে।যদজিও পরেই খবর নিজেই ভুয়ো বে উড়িয়ে দিয়েছিলেন প্করাক্তন জিম্বাবোয়ে ক্রিেকেটার। নিজের ফের একবার টপইট করে জানিয়েছিলেন যে হিথ স্ট্রিক বেঁচেরয়েছেন এবং সুস্থ রয়েছেন। সেই খবর ভুল হলেও, এক সপ্তাহ পরই এল হিথ স্ট্রিকের মৃত্যু খবর। এবার তাঁর স্ত্রীই সোশ্যস মিডিয়ায় সেই খবর জানিয়েছেন।
মৃত্যুকালে হ্থ স্ট্রিকের বয়স হয়েছিল ৪৯ বছর
দীর্ঘদিন ধরেই লিভার ক্যান্সারে ভুগছিলেেন এই তারকা ক্রিকেটার। শেষপর্ন্ত রবিবারই জীবন যুদ্ধে হেরে গেলেন জিম্বাবোয়ের এই কিংবদন্তী ক্রিকেটার। মাত্রক ৪৯ বছর বয়েসই থামল হিথ স্ট্রিকের লড়াই। এই খর পাওয়ার পরই শোকের চাৈয়া নেমেছে বিশ্ব ক্রিকেটের মঞ্চে। সকলেই তাঁকে শেষ শ্রদ্ধার্ঘ জানাচ্ছেন।
হিথ স্ট্রিকের স্ত্রী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, আজ রবিবার সকালেই ৩ সেপ্টেম্বর আমার জীবনের সবচেয়ে ভালবাসার মানুষ এহং আমার সন্তানদের বাবা তাঁর নিজের ঘর থেকে দেবদূতদের সঙ্গে চলে গিয়েছেন। জীবনের শেষ মুহূর্তটা পরিবারের সঙ্গে নিজের বাড়িতেই কাটাতে চেয়েছিলেন তিনি। তিনি একেবারেই একা নন। আমরা খুব শীঘ্রই ফের এক হব। তাঁরক স্ত্রী আরও জানিয়েছেন, এদিন সকালেই তিনি তাঁর নিজস্ব বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
জিম্বাবোয়ের হয়ে বহু সাফল্য রয়েছে হিথ স্ট্রিকের। জিম্বাবোয়ের হয়ে ৬৫টি টেস্ট ক্রিকেট খেলার পাশাপাশি ১৮৯টি ওডিআই ম্যাচও খেলছেন এই তারকা ক্রিকেটার। সব ফর্ম্যাট মিলিয়ে ৪৫৫ টি উইকেটের পাশাপাশি হিথ স্ট্রিকের ঝুলিতে রয়েছে ৪৯৩৩ উইকেট। এছাড়া তিনিই প্রথম জিম্বাবোয়ের ক্রিকেটার যাঁর ঝুলিতে ১০০০ পান ও ১০০টি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে। তাঁর মত্যুতে সোশ্যাল মিডিয়া জুড়ে শোকের ছায়া। ওডিআই ক্রিকেটের মঞ্চে ২০০টি উইকেট রয়েছে এই প্রয়াত কিংবদন্তীর। অবসরের পর আইপিএলের মঞ্চেও দেখা গিয়েছে হিথ স্ট্রিককে। ককাতা নাইট রাইডার্সের বোলিং কোচের দায়িত্ব সামলেছেন একসময়।