বিশ্বকাপের জন্য গৌতম গম্ভীরের স্কোয়াডে নেই শ্রেয়স আইয়ার, যুজবেন্দ্র চাহালরা

সেপ্টে. 4, 2023

No tags for this post.
Spread the love

Gautam Gambhir. (Photo Instagram)

এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে নেমেছে ভারতীয় দল। সেই ম্য়াচে শেষপর্যন্ত কী হয় তাতো সময়ই বলবে।  তার মাঝেই আসন্ন বিশ্বকাপের জন্য ভারতীয়  স্কোয়াড বেছেনিলেন প্রাক্তন বারতীয় ক্রিকেট তারকা গৌতম গম্ভীর। তাঁর বিশ্বকাপের স্কোয়াডেও সুযোগ হল না যুজবেন্দ্র চাহালের। একইসঙ্গে সেই দলে নেই শ্রেয়স আইয়ারও। সোমবার ভারত বনাম নেপাল ম্যাচ চলার মাঝেই ১৭ সদস্যের স্কোয়াডবেছে নিয়েছেন ভারতীয় দলের এইপ্রাক্তন ক্রিকেটার। এশিয়া কাপের সহ্গে সেই দলের পার্থক্য খুহব একটা নেই বললেই চলে। সেই দল নেিয়েই চলছে নানান হিসাব নিকাশ।

আগামী ৫ অইক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ।  সবকিছু ঠিকঠাক চললে চলতি সপ্তাহের শেষেই ঘোষণা হয়ে যেতে পারে ভারতের বিশ্বকাপের স্কোয়াড। তা নিয়ে চর্চা খুব একটা কম নেই। ভারতের কী দল হওয়া উচিত্ তা নিয়ে প্রাক্তন থেকে বিশ্ষজ্ঞদের মধ্যেও চলছে নানান হিসাব নিকাশ। সেখানেই নিজের পছন্দের ভারতীয় দল বেথছে নিয়েছে গৌতম গম্ভীর। স্পিনার হিসাবে তিনিও এই দলে কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজার ওপরই ভরসা রেখেছেন।শেষপর্যন্ত ভারতীয়দলের নির্বাচকরা কী করেন সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন গৌতম গম্ভীর

ভারতীয় দলের হয়ে জোড়া বিশ্বকাপর জয়ের স্বাক্ষী রয়েছেন গৌতম গম্ভীর। ২০০৭ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের দলেযেমন তিনি খেলেছিলেন। তেমনই ২০১১ সালের বিশ্বকাপের মঞ্চেও ছিলেন গৌতম গম্ভীর।  ফাইনালের মঞ্চে তাঁর পারফরম্যান্সের এখনএও সকলের স্মৃতিতে টাটকা রয়েছে। এই মুহূর্তে ভারতীয় দল যেমন পারফরম্যান্স করছে তা দেখার পরই নিজের পছন্দের ভারতীয় স্কোয়াড বেছে নিয়েছেন তিনি। সেখানে যুজবেন্দ্র চাহাল যেমন নেই, তেমনই সেই দলে সুযোগ হয়নি  রবিচন্দ্রন অশ্বিনেরও। ভারতীয় দলের মিডল অর্ডারে নেই শ্রেয়স আইয়ারের মতো ক্রিকেটার। তবে ওয়াশিংটন সুন্দরকে ভারতীয় স্কোয়াডে রাখছেন তিনি।

বিশ্বকাপের জন্যগৌতম গম্ভীরের পছন্দের ভারতীয় স্কোয়াড

রোহিত শর্মা ( অধিনায়ক ), শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, অক্ষর পটেল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সামি।

২০১১ সালেই শেষবার ওডিআই বিশ্বকাপ জিতেছেভারকীয়দল।২০১৫ সাল ও ২০১৯ সালে বিশ্বকাপের সেমিপাইনালে পৌঁছলেও শেষরক্ষা করতে পারেনি টিম ইন্ডিয়া। আগামী ৮ অক্টোবর বিশ্বকাপের মঞ্চে ঘরের মাঠে যাত্রা সুরু করতে চলেছে ভারতীয় দল। সেখানেই ভারতীয় দলের সামনে রয়েছে অস্ট্রেলিয়া। ১২ বছর পর ফের ঘরের মাঠে ভারতীয় দল বিশ্বকাপ জিততে পারে কিনা সেটাই এখন দেখার।

The post বিশ্বকাপের জন্য গৌতম গম্ভীরের স্কোয়াডে নেই শ্রেয়স আইয়ার, যুজবেন্দ্র চাহালরা appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8