এখনও পর্যন্ত এশিয়া কাপের মঞ্চে ভারতীয় দলের হয়ে নামতে পারেননি লোকেশ রাহুল। হাৈল্কা চোটথাকার ফলে প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। সেই থেকেই শুরু হয়েছিল নানান হিসাব নিকাশ। বিশেষ করে বিশ্বকাপের মঞ্চে লোকেশ রাহুল খেলেন কিনা সেটাই দেখার অপেক্ষায় ছিলেন সকলে। অবসেষে লোকেশ রাহুলকে রেখেই ভারতীয় দলের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বিসিসিআই। আগামী ৮ অক্টোবর বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া।
দীর্ঘদিন চোটের জন্য মাঠের বাইরে চিলেন ভারতীয়দলের কতারকা ক্রিকেটার লোকেশ রাহুল। আইপিএলের সময়ই চোট পয়েছিলেন তিনি। এরপর থেকেই ভারতীয় দলের হয়েআর মাঠেদেখা যায়নি লোকেশ রাহুলকে। যদিও এশিয়া কাপের আগেই তাঁর সুস্থ হয়ে ওঠার কতা শোনা গিয়েছিল। এরকপরই তাঁকে নিয়েবড়তে সুরু করেছিল জল্পনা।শেষপর্যন্ত এশিয়া কাপের মঞ্চে ফিরে এসেছিলেন লোকেশ রাহুল। কিন্তু শেষপর্যন্ত সেই মঞ্চেও নামতে পারেননি লোকেশ রাহুল। তাঁর হাল্কা চোটের কথা আগেই জানিয়েছিলেন ভারতীয় দলের নির্বাচক অজিত আগরকর।
চোটের জন্য এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে ছিলেন না লোকেশ রাহুল
সেই চোটের কারমেই ভারতীয় দলের হয়ে এশিয়াকাপের প্রতম দুই ম্যাচে নামতে পারেননি লোকেশ রাহুল। যদিও ভারতীয়দলের সুপার ফোরের মঞ্চে খেলবেন তিনি। তাঁর প্রথম দুই ম্যাচ খেলতে না পারার কথা জানার পরই লোকেশ রাহুলের বিশ্বকাপ ভাগ্য নিয়ে শুরু হয়ে গিয়েছিল নানান আলোচনা। মঙ্গলবার ভারতীয় দল নির্বাচনের দিকেই তাকিয়েছিলেন সকলে। লোকেশ রাহুলকে রেখেই বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াডঘোষণা করেছে টিম ইন্ডিয়া। আআরপ তাতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে নানান কথাবার্তা। লোকেশ রাহুলকে ভারতীয় দলে দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা।
এবারের এশিয়া কাপে ভারতীয় দলের হয়ে প্রথম দুটো ম্যাচে নামতে পারেননি লোকেশ রাহুল। তাঁর জায়গা্য় ঈসান কিষাণকেই ভারতীয় শিবিরে রাখা হয়েছিল। সেখানে দুরন্ত পারফরম্যান্সও দেখিয়েছিলেন ঈশান কিষাণ। তাঁকে ভারতীয় দলে রাখা হলেও এবার লোকেশ রাহুলকেও ভারতীয় শিবিরে ফেরানো হয়েছে। সেখানেই প্রথম উইকেটকিপার হিসাবে লোকেশ রাহুলকেই ভারতীয় দলে রাখা হয়েছে।
আগামী ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে টিম ইন্ডি্য়া। সেখানেই ভারতীয় দলের হয়েলোকেশ রাহুল কেমন খেলেন তা তো সময়ই বলবে। তার আগে অবশ্য এশিয়া কাপের মঞ্চেই দেখে নেওয়া হবে তাঁকে।