KL Rahul. ( Image Source: Twitter )
আগামী ১০ সেপ্টেম্বর সুপার ফোরের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। এবারের এশিয়া কাপে এই দুই দলের প্রথম সাক্ষাত বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। সুপার ফোরের মঞ্চে তেমনটা হবে না বলেই মন করছেন সকলে। সেই ম্যাচেই ভারতীয় দলের প্রথম একাদশ কী হবে তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। বিশেষ করে লোকেশ রাহুলকে কোন জায়গায় খেলানো হবে তা নিয়েই এই মুহূর্তে ভারতীয় শিবিরে একমাত্র চিন্তা হতে পারে।চোট সারিয়ে সুপোর ফোরের আগেই ভারতীয় দলে ফিরেছেন এই তারকা ক্রিকেটার।
পুরোপুরি ফিট না হওয়ার জন্য প্রথম দুই ম্যাচে ভারতীয় শিবিরে ছিলেন না লোকেশ রাহুল।তাঁর পরিবর্তে ঈশান কিষাণকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে ঈশান কিষাণ যে ফুল মার্কস পেয়ে পাশ করে গিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। সেই ম্যাচে ঈশান কিষাণ খেলেছিলেন পাঁচ নম্বর পজিশনে। কঠিন পরিস্থিতিতে সেই ঈশান কিষাণের হাত ধরেই ঘুরে দাঁডিয়েছিল টিম ইন্ডিয়া। সেই কারণেই লোকেশ রাহুলকে কোন পজিশনে খেলানো হতে পারে সেটাই হয়ত ভারতীয় শিবিরে এখন প্রধান চিন্তার বিষয় হতে পারে।
চোটের কারণে ভারতের হয়ে প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি লোকেশ রাহুল
লোকেশ রাহুল ভারতীয় দলে ফেরার পর থেকেই তাঁকে প্রথম একাদশে রাখার পরামর্শ দিতে শুরু করেছেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। যদিও শেষ সিদ্ধান্ত তো টিম ম্যানেজমেন্টই নেবে। ঈশান কিষাণকে যে এই ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে না খেলানোর পথে ভারতীয় হাঁটবে না তা বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে লোকেশ রাহুলের জন্য এই মুহূর্তে ভারতীয় দলের সামনে একটাই অপশন হয়ত খোলা রয়েছে। চার নম্বরে শ্রেয়স আইয়ারের পরিবর্তে খেলানো হলেও হতে পারে তাঁকে।
প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে চার নম্বর পজিশনে ভারতীয় দলের হয়ে ব্যাটিং করতে দেখা গিয়েছিল শ্রেয়স আইয়ারকে। শুরুটা ভাল করেলও শেষপর্যন্ত ক্রিজে থাকতে পারেননি শ্রেয়স আইয়ার। মিডল অর্ডারে তাঁর পরিবর্তেই একমাত্র লোকেশ রাহুলকে খেলানোর একটা পরিকল্পনা করতে পারে ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট। কিন্তু ভারতীয় দল তাদের উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে কিনা সেটাই কিন্তু একটা প্রশ্ন।
চোট সারিয়ে দীর্ঘদিন পর এই এশিয়া কাপের দলেই ভারতীয় শিবিরে ফিরেছেন লোকেশ রাহুল। যদিও সেই সময়ই ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়েছিলেন যে লোকেশ রাহুলের হাল্কা একটা চোট রয়েছে। সেই কারণে প্রথম দুই ম্যাচে খেলতেও পারেননি লোকেশ রাহুল। সুপার ফোরের আগেই ভারতীয় শিবিরে ফিরেছেন লোকেশ রাহুল। কোন ক্রিকেটারের পরিবর্তে তাঁকে খেলানো হবে সেটা নিয়েই চলছে জোর জল্পনা।
The post পাকিস্তানের বিরুদ্ধে লোকেশ রাহুলকে প্রথম একাদশে খেলানো নিয়েই চিন্তায় টিম ম্যানেজমেন্ট appeared first on CricTracker Bengali.