Virat Kohli. ( Image Source: BCCI )
রবিবা্র এশিয়া কাপের মঞ্চে হাই ভোল্টেজ ম্যাচ। পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। তবে সেই ম্যাচের আগে বেশ খোশ মেজাজেই রয়েছেন বিরাট কোহলি। খানিকটাঅনব্য মেজাজেই পাওয়া গেল ভারতীয়দলের প্রাক্তন অধিনায়ককে। রবিবার নামার আগে সেষ প্রস্তুতি পর্বে নেমেছিল ভারতীয় দল। সেখানেই নেটে শ্রীলঙ্কার বেশ কয়েকজন তরুণ ক্রিকেটাররাও ছিলেন। প্রস্তুতি শেষে তাদের সঙ্গেই বেশ কিছুক্ষণ সময় কাটাতে দেখা গেল এই তারকা ক্রিকেটারকে। নানান উপদেশই দিতে দেখা গেল তাদেরকে।
প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে সেভাবে ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি বিরাট কোহলি। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ভারতীয় দলের টপ অর্ডারের ব্যাটিং লাইনআপ। সেই ম্য়াচে ঈশান কিষাণও হার্দিক পান্ডিয়া কঠিন পরিস্থিতিতে সামাল না দিলে ভারতীয় দল যে ঘুরে দাঁড়াতে পারত না তা বলার অপেক্ষা রাখে না। টিম ইন্ডিয়ার টপ অর্ডারের পারফরম্যান্স নিয়ে নানান কথাবার্তাও শুরু হয়েছিল।যদিও ভারতীয় দলের ক্রিকেটাররা সেই কথায় কান দিতে একেবারেই নারাজ।
পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে বড় রান করতে পারেননি বিরাট কোহলি
প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ৪ রানেই সাজঘরে ফিরতে হয়েছিল ভারতীয়দলের প্রকাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে। এই ম্যাচে যে বিরাট কোহলি ফর্মে ফিরতে মরিয়া হয়ে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। সেই নতো নিজের প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে নারাজ টিম ইন্ডিয়া এই তারকা ক্রিকেটার। তারই মাঝে বিরাট কোহলিকে আবার পাওয়া গেল অন্য মেজাজে। প্রস্তুতি শেষে তরুণ ক্রিকেটাররা বিরাট কোহলির কাছে ক্রিকেট নিয়েই পরামর্শ চাইবেন তা তো বলাই বাহুল্য। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কও তাদেরকে ফেরাননি।
প্রস্তুতি শেষে দীর্ঘক্ষণ চলে স্যার বিরাটের ক্লাস। সেখানেই শ্রীলঙ্কার তরুঁণ ক্রিকেটারদের নানান পরামর্শ দিতে দেখা গেল ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারকে। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলের সমর্থকরা যে বিরাট কোহলির দিকে তাকিয়ে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে বিরাট কোহলিকে নিয়ে প্রত্যাশার পারদও চড়তে শুরু করেছে। সেখানেই শেষপর্যন্ত বিরাট কোহলি কী করেন তা দেখার অপেক্ষাতেই সকলে।
২০২২ সালের টি টোয়েন্টিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের জয়েরপ্রধান কারিগড় ছিলেন বিরাট কোহলি।যদিও এবারের এশিয়া কাপে প্রথম ম্যাচে বিরাট কোহলি ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। এই ম্যাচে ফের একবার বিরাট কোহলির ব্যাট থেকে বড়রান দেখা যায় কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।
The post পাকিস্তান ম্যাচের প্রস্তুতির মাঝে শ্রীলঙ্কার তরুণ ক্রিকেটারদের উপদেশ বিরাট কোহলির appeared first on CricTracker Bengali.