এশিয়া কাপে ভারতীয় স্কোয়াডে রয়েছেন সূর্যকুমার যাদব। যদিও এখনও পর্যন্ত এশিয়া কাপের ম্চে ভারতীয়দলের প্রথম একাদশে দেখা যায়নি এই তারকা ক্রিকেটারকে। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচে নেমেছিলেন এই তারকা ক্রিকেটার। ফিল্ডিং করার পাশাপাশি দুটো গুরুত্বপূর্ণ ক্যাচ নিয়েছিলেন সূর্যকুমার যাদব। সামনের বাংসাদশের বিরুদ্ধে ম্যাচে সূর্যকুমার যাদবকে দেখা যাবে কিনা তা তো সময়ই বলবে। তবহে তার আগে এই তারকা ক্রিকেটারের জন্মদিন ঘিরে সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা বার্তার ঢল নেমেছে।
বৃহস্পতিবার ৩৪-এ পা দিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রীর তকমা রয়েছে সূর্যকুমার যাদবের গায়ে। হবে নাই বা কেন টি টোয়েন্টি ফর্ম্যাটে তিনি ব্যাট হাতে যে পারফরম্যান্স দেখিয়েছেন তা কার্যত সকলকে চমকে দিয়েছে। ক্রিকেটের বাইশগজে চারিদিকেই তাঁর শট খেলার দক্ষতা রয়েছে। সেই পারফরম্যান্স দেখার পর থেকেই সূর্যকুমার যাদবকে সকলে এখন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রী নামে ডাকতে শুরু করেছেন।
টি টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন সূর্যকুমার যাদব
এমনকী খোদ এবি ডেভি্লিয়র্স তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তাঁর খেলা দেখে মুগ্ধ হয়েছেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা সকলেই। টি টোয়েন্টির মঞ্চে দেশের জার্সি থেকে আইপিএল নানান রেকর্ড গড়েছেন তিনি। এবারের আইপিএলেও মুম্বই ইন্ডি্য়ান্সের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। দেশের জার্সিতেও দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। তিনি একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে ২০২২ সালে টি টোয়েন্টি ফর্ম্যাটে ১০০০+ রান করেছিলেন। এছাড়া একবছরে একাই তি্নি ৬৮টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন সূর্যকুমার যাদব।
এই মুহূর্তে এশিয়া কাপ চলছে। সেখানে এখনও পর্যন্ত দেশের জার্সিতে নামার সুযোগ হয়নি এই তারকা ক্রিকেটারের। সবকিছু ঠিকঠাক চললে আসন্ন বাংলাদেশের বিরুদ্ধে নামতে পারেন তিনি। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই মুহূর্তে টি টোয়েন্টি ফর্ম্যাটে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন সূর্যকুমার। সেই সূর্যকুমার যাদবই এদিন ৩৪-এ পা দিলেন। তাঁকেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন সকলে। সোশ্যাল মিডিয়া জুড়ে নেমেছে শুভেচ্ছা বার্তার ঢল।
এই মুহূর্তে ওপেনার না হওয়া হিসাবে সর্বোচ্চ টি টোয়েন্টি সেঞ্চুরী রয়েছে সূর্যকুমার যাদবের। গতবছরক ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে১১৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেটাই দেশের জার্সিতে এখনও পর্যন্ত সর্বোচ্চ রয়েছে সূর্যকুমার যাদবের।