এশিয়া কাপের মঞ্চে ভারতীয় দলের বিরুদ্ধে ব্যাটিং করতে নামতে পারেননি নাসিম শাহ। সেই থেকেই তাঁকে নিয়ে একটা গুঞ্জন শুরু হয়েছিল। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে ছিল সকলে। এরপরই শ্রীলঙ্কার বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে নেমেছিল পাকিস্তান। সেই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেম নাসিম শা। কাঁধে চোট পেয়েই ছিটকে গিয়েছিলেন।সেই থেকেই নাসিম শা-কে নিয়ে চিন্তা বাড়তে শুরু করেছিল পাক শিবিরে। অএবার শোনাযাচ্ছে আসন্ন বিশ্বকাপ থেকেই নাকি ছিটকে যেতে চলেছেন এই তারকা ক্রিকেটার।
ম্যাচ শেষের পরই বাবর আজমের কথায় তাঁর খেলা নিয়ে একটা অমিশ্চয়তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। েতবে সেই সময়মনে করা হচ্ছিল যে ভারত বনাম পাকিস্তান ম্যাচে তাঁকে দেখা না গেলেও বিশ্বকাপের বাকি ম্যাচে খেলতে পারেন তিনি। কিন্তু এবার শোনাযাচ্ছে গোটা বিশ্বকাপ থেকেই নাকি ছিটকে যেতে চলেছেন নাসিম শা। আর এই খবর যে পাকিস্তান শিবিরের কাছে একেবারেই স্বস্তির খবর নয় তা বলার অপেক্ষা রাখে না।
ভারতের বিরুদ্ধে ম্যাচের সময়ই কাঁধে চোট পেয়েছিলেন নাসিম শা
এবারের এশিয়া কাপে পাকিস্তানের প্রধান শক্তিই ছিল তাদের পেস লাইনআপ। প্রথম থেকে সবকটি ম্যাচের তাদের ওপর ভর করেই জয় তুলে নিয়েছে ভারতীয় শিবির। কিন্তু সুপার ফোরের মঞ্চে ভারতের বিরুদ্ধে চোট পেয়েছিলেন হারিস রওফ। রিজার্ভ ডে-র দি বল হাতে নামতে পারেননি হারিস। তার অভাব পূরম সেদিন কোনও বোলারদের দিয়েই করতে পারেননি বাবর আজম। সেইসঙ্গেই পাকিস্তান শিবিরে আরওএক ধাক্কা লেগেছিল নাসিম শা-কে নিয়ে। ভারতের বিরুদ্ধে বোলিং কেরলেও ব্যাটহাতে আর নামতে পারেননি এই তারকা ক্রিকেটার। আর তাতেই কার্যত পাকিস্তান শিবিরের চিন্তা বাড়তে শুরু করেছিল।
কাঁধে চোট রয়েছে এই তারকা ক্রিকেটারের। সেজন্যই বিশ্বকাপের আগে এই তারকা ক্রিকেটারকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে নারাজ ছিল পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। চিকিত্সকের পরামর্শে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। সেই থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে কবে থেকে মাঠে ফিরতে পারবেন এই তারকা ক্রিকেটার। সেই প্রসঙ্গে বাবর আজম যে জবাব দিয়েছেন তা একেবারেই খুব একটা ভাল খবর পাকিস্তানের সমর্থকদের জন্য নয়। বিশ্বকাপে তিনি খেললেও একেবারে শুরু থেকে যে খেলতে পারবেন না সেই কথাই শোনা গিয়েছিল বাবর আজমের মুখে।
এখনও পর্যন্ত তিনি কতটা সুস্থ কিংবা কত দ্রুত তিনি সুস্থ হয়ে উঠতে পারবেন তা নিয়েও কোনওরকম নিশ্চয়তা নেই। শোনাযাচ্ছে বিশ্বকাপের মঞ্চে নাকি নাসিম শা-কে না দেখতে পাওয়ার সম্ভাবনাই প্রবল।