Shreyas Iyer. ( Image Source: Twitter )
রবিবার এশিয়া কাপ ফাইনালের মঞ্চে নামছে ভারত। সেখানেই তাদের সামনে রয়েছে শ্রীলঙ্কা। ম্যাচ ঘিরে এখন থেকেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। সেই ম্যাচেই ভারতীয় দলের প্রথম একাদশ কী হবে তা নিেয়েও নানান গুঞ্জন রয়েছে। এবার সেই সম্বন্ধেই মুখ খুলেছেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। শ্রেয়স আইয়ারকে ব্যাটার হিসাবে খেলানো হয় কিনা তা নিয়েও একটা জল্পনা চলছে। সেখানেই নিজের মতামত জানিয়েছেন ভারতীয় দলের এই প্রকাক্তন ক্রিকেটার। তাঁরক মতে এই ম্যাচে শ্রেয়স আইয়ারকে খেলানোর ঝুঁকি ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট নেবে না।
এবারের এশিয়া কাপের মঞ্চে দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দল। সুপার ফোরের মঞ্চে শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। যদিও সেখানে জিততে পারেনি টিম ইন্ডিয়া। সেই ম্যাচে বাংলাদেশের কাছে হারতে হয়েছিল ভারতীয় শিবিরকে। যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে সেই হারের স্মৃতি যে ভারতীয় দলের ক্রিকেটাররা তাদের মাথা থেকে সরিয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে শ্রীলঙ্কাকে হারাতেই মরিয়া হয়ে রয়েছে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা।
ভারতের হয়ে এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে খেলেছিলেন শ্রেয়স আইয়ার
প্রথম দুই ম্যাচে ভারতীয় দলে শ্রেয়স আইয়ার থাকলেও সুপার ফোরের মঞ্চেই ভারতীয় শিবির থেকে ছিটকে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। পুরোপুরি সুস্থ হয়ে এশিয়া কাপের দলে ফিরলেও, সুপার ফোরের আগেই কোমড়ের চোটের জন্য ছিটকে গিয়েছিলেন তিনি। আর সেটাই চিন্তা বাড়িয়েছিল ভারতীয় দলের। যদিও তাঁর পরিবর্তে লোকেশ রাহুল ভারতীয় দলে এসে নিজের সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আদেই শ্রেয়স আইয়ারকে ভারতীয় দলের জার্সিতে প্রস্তুতি সারতে দেখা গিয়েছিল। যদিও বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাচে শ্রেয়স আইয়ারকে খেলানো হয়নি।
এবার ফাইনালের মঞ্চেও তাঁকে দলে রাখার ঝুঁকি ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট নেবে না বলেই মনে করছেন সঞ্জয় বাঙ্গার। স্টার স্পোর্টসে তিনি জানিয়েছেন, “আমরা বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচে দেখেছি, সেখানে ভারতীয় দল পাঁচটি পরিবর্তন করেছিল। সেখানেই শ্রেয়স আইয়ারের ভারতীয় দলে আআসার একটা বড় সুযোগ ছিল। আসল ব্যপারটা হল টিম ম্যানেজমেন্ট এই মুহূর্তে একটু বেশীই ধৈর্য ধরতে চাইছে এবং তাঁকে একটু বেশী সময় দিতে চাইছে। আমি মনে করি না যে শ্রেয়স আইয়ারকে টিম ম্যানেজমেন্ট এই ম্যাচে খেলানোর ঝুঁকি নেবে”।
শ্রীলঙ্কার বিরুদ্ধেই ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা প্রথম একাদশে ফিরতে চলেছেন। সুপার ফোরের পর ফাইনালের মঞ্চেও ভারত শ্রীলঙ্কাকে হারাতে পারে কিনা সেটাই এখন দেখার।
The post শ্রেয়স আইয়ারকে খেলানোর ঝুঁকি ভারত নেবে না , মনে করছেন সঞ্জয় বাঙ্গার appeared first on CricTracker Bengali.