KL Rahul. ( Image Source: Twitter)
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। সেই বিশ্বকাপের মঞ্চেই ৮ অক্টোবর যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া। তার আগেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ পরীক্ষায় নামতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচে নামার আগেই ভারতীয় দলের উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এস শ্রীসন্থের। তাঁর মতে বিশ্বকাপের আগে লোকেশ রাহুলকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবকটা ম্যাচ খেলানোরই পরামর্শ দিচ্ছেন এই প্রাক্তন ক্রিকেটার।
গত সোমবারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। সেখানেই প্রকথম দুটো ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেখা যাবে না রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো তারকা ক্রিকেটারদের। এই দুই ম্যাচে ভারতীয় শিবিরকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচেই দেখা যাবে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। তবে সেই ম্যাচেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে রয়েছেন লোকেশ রাহুল। সেই কারণেই এবার লোকেশ রাহুলকে নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার শ্রীসন্থ।
এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরী করেছিলেন লোকেশ রাহুল
চোট সারিয়ে এবারের এশিয়া কাপেই ফিরেছিলেন লোকেশ রাহুল। যদিও গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি লোকেশ রাহুল। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। এশিয়া কাপের মঞ্চে সুপার ফোরের মঞ্চেই ফিরেছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। পাকিস্তানের বিরুদ্ধেই এশিয়া কাপে প্রথম ম্যাচে নেমেছিলেন লোকেশ রাহুল। সেখানেই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেঞ্চুরী পেয়েছিলেন লোকেশ রাহুল। এবার সেই লোকেশ রাহুলকেই বিশ্বকাপের আগে যত সম্ভব বেশী ম্যাচ খেলানোর পরামর্শ দিচ্ছেন শ্রীসন্থ।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “আমি এই মুহূর্তে একটাই কথা বলব যে লোকেশ রাহুলকে যেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রতিটি ম্যাচে খেলানো হয় এবং সেখানে ধারাবাহিকতাই দেখে নেওয়া উচিত্। সেই বিষয় নিয়েই চলছে নানান কথাবার্তা। অস্ট্রেলিয়াকে যেন দেখিয়ে দেওয়া হয় যে এই বিশ্বকাপটা তাদের কাছে সবচেয়েে বিপদজনক হতে চলেছে। তাদের মনোবল ভেঙে দাও এবং তাদের কাছে নিশ্চিত করো যে তোমরা হারবে না”।
আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। এবারের এশিয়া কাপে ভারতীয় দল দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন। সেই পারফরম্যান্সই ভারতীয় ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেখাতে পারে কিনা সেটাই দেখার।
The post লোকেশ রাহুলকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সব ম্যাচে খেলানোর পরামর্শ শ্রীসন্থের appeared first on CricTracker Bengali.