মঙ্গলবার আলিপুর আদালতে জামিন মঞ্জুরক মহম্মদ সামির

সেপ্টে. 19, 2023

Spread the love

Mohammed shami, ( Image Source: Mohammad Shami/ Instagram )

অবশেষে খানিকটা স্বস্তি মহম্মদ সামির। আলিপুর কোর্টে জামিন পেলেন মহম্মদ সামি।  ২০১৮ সালে তাঁর বিরুদ্ধে থামায় ঘরোয়া অশান্তির অভিযোগ এনেছিলেন স্ত্রী হাসিন জাহান। সেই মামলাতেই  এগদিন মহম্মদ সামি আলিপুর কোর্টে হাজিরা দিতে এসিছিলেন। বেশ কয়েকদিন আগেই এই সমস্যা যতটা দ্রুত সমাধান করা যায় সেই নির্দেশ দিয়েছিল ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্ট। মঙ্গলবারই আলিপুর কোর্টে হাজিরা দিয়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার মহম্মদ সামি। সেখানেই  আপাতত স্বস্তি পেয়েছেন তিনি। তাঁর জামি্ন মঞ্জুর করেছে আলিপুর আদালত। দু হাজার টাকার বন্ডে জামি্ন পেয়েছেন মহম্মদ সামি।

২০১৮ সালের ৮ মার্চ যাদবপুর থানাতে মহম্মদ সাামির বিরুদ্ধে গার্হস্থ হিংসার অভিযোগ দায়ের করেছিলেন তাঁর স্ত্রী হাসিন জাহান। সেই অভিযোগের ভিত্তিতেই শুরু হয়েছিল মামলা। আলিপুর আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের অধীনে শুরু হয়েছিল  সেই মামলা। সেখানেই ২০১৯ সালে ২৯ অগস্ট মহম্মদ সামিকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিল আদালত। যদিও শেষপর্যন্ত তা হয়নি। এরপরই নিম্ন আদালতেরক দ্বারস্থ হয়েছিলেন মহম্মদ সামি।

২০১৮ সালে মহম্মগ সামির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসায় অভিযোগ উঠেছিল

সেই সময়ই তাঁর গ্রেফতার হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তারপর প্রায় চার থেকে পাঁচ বছর কেটে গিয়েছে কিন্তু মামলার কোনওরকম গতি পায়নি। এরপরই ফে্র একবার কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন হাসিন জাহাল। যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তাঁকে সুপ্রীম কোর্টেই যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। গত জুলাই মাসেই সুপ্রীম কোর্টের তরফে সেই নির্দেশ দেওয়া হয়েছে।

সেখানেই এক মাসের মধ্যে সেই সমস্যা সমধান করার নির্দেশ দেওয়া হয়েছিল। আর তাতেই যে মহম্মদ সামির ওপর বেশ খানিকটা চাপ বাড়তে শুরু করেছিল তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে শুরু হয়েছিল নানান গুঞ্জন। মহম্মদ সামি কী  এবার গ্রেফতারও হতে পারেন। তাঁকে ঘিরে জল্পনার পারদ ক্রমশই চড়ছিল। যদিও শেষপর্যন্ত স্বস্তির খবরই পেলেন মহম্মদ সামি। মহ্গ লবারই জামিন পেয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।

সামনেই রয়েছে বিশ্বকাপের আসর। তার আগে এমন মামলা যে মহম্মদ সামির ওপরে চাপ বাড়ানোর জন্য যথেষ্ট ছিল তা বলার অপেক্ষা রাখে না। যদিও শেষপর্যন্ত সমস্যা কেটে গিয়েছে। মঙ্গলবারই দুই হাজার টাকার বন্ডে জামিন পেয়েছেন এই তারকা ক্রিকেটার। বিশ্বকাপের আগে যে মহম্মদ সামি বেশ খানিকটা স্বস্তি পেলেন তা বলার অপেক্ষা রাখে না।

The post মঙ্গলবার আলিপুর আদালতে জামিন মঞ্জুরক মহম্মদ সামির appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador