শাহরুখ খানের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় গৌতম গম্ভীরের ছবি। আর সেই পোস্ট ঘিরেই নীতিশ রানার আরেকটি পোস্ট। আর তাতেই নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে। গৌতম গম্ভীর কী ফের কলকাতা নাইট রাইডার্সে ফিরতে চলেছেন। নীতিশ রানার সেই পোস্ট দেখাার পর থেকেই জল্পনাটা বাড়তে শুরু করেছে। কলকাতা নাইট রাইডার্সের এখনও পর্যন্ত সবচেয়ে সফল অধিনায়কের তকমা রয়েছে গৌতম গম্ভীরের গায়ে। যদিও এই মুহূর্তে তিনি আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে যুক্ত রয়েছেন। তেবে জল্পনাটা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে।
বৃহস্পতিবার নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ কানের সঙ্গে একটি ছবি দিয়ে পোস্ট দিয়েছেন গৌতম গম্ভীর। যেখানে শাহরুখ খানকে সকলের মনের রাজা বলেছেন তিনি। সেই পোস্ট ঘিরেই কিছুক্ষণের মধ্যে ফের একাট পোস্ট করেছেন কলকাতা নাইট রাইডার্সের সেষ মরসুমের অধিনায়ক নীতিশ রানা। এই ছবি দিয়েই তিনি লিখেছেন গৌতম গম্ভীর কী ফের ঘরে ফিরতে চলেছেন। এমন প্রশ্ন নীতিশ রানার পোস্টে দেখার পর থেকে ভারতীয় ক্রিকেট মহলে যে জল্পনা তুঙ্গে পৌঁছবে তা বলার অপেক্ষা রাখে না।
গৌতম গম্ভীরের নেতৃত্বে দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স
আইপিএলের মঞ্চে কলকাতা নাইট রাইডার্সকে সবচেয়ে বেশী সাফল্য দিয়েছেন গৌতম গম্ভীর। তাঁর হাত ধরেই দুবার আইপিএলের খেতাব জিতেছে কলকাতা নাইট রাইডার্স। এরপর অবশ্য কলকাতা নাইট রাইডার্সের সহ্গে সম্পর্ক ছিন্ন হয়েছিল গৌতম গম্ভীরের। কোচ হয়ে আইপিএলের মঞ্চে ফিরলেও কলকাতা নাইট রাইডার্স শিবিরে ফেরেননি গৌতম গম্ভীর। এই মুহূর্তে লখমউ সুপার জায়ান্টসের মেন্টরের দায়িত্বে রয়েছেন তিনি। তার মাঝেই এদিন শাহরুখ খানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন গৌতম গম্ভীর। সেখানে এই প্রাক্তন ক্রিকেটার লিখেছেন, “তিনি শুধুমাত্র কিং অব বলিউড নন। তিনি সকলের মনের রাজা। যখনই দেখ হয়েছে অনেক ভালবাসা পেয়েছি তোমার থেকে। অবনেককিছু শিখেওছি। এসআরকে সেরা”।
এই পোস্ট ঘিরেইঅ ফের একটা টুইট করেছেন নাইট রাইডার্সের ক্রিকেটার নীতিশ রানা। যেখানে তিনি লিখেছেন, “নিজেদের ক্ষেত্রে দুই সফল রাজা। এটা কী ঘরে ফেরার কোনও ইঙ্গিত” ?
জল্পনা শুরু হলেও যদিওএখনও পর্যন্ত নাইট শিবির কিংবা গৌতম গম্ভীরের তরফ থেকে সেভাবে কোনও ইঙ্গিতই নেই। আগামী মরসুমের আইপিএল শুরু হতে এখনও বহু দেরী রয়েছে। সদ্যই লখনউ সুপার জায়ান্টসের নতুন দায়িত্ব পেয়েছেন গৌতম গম্ভীর। শেষপর্যন্ত কোনও বড়সড় চমক অপেক্ষা করছে কিনা তা তো সময়ই বলবে।