২০২৩ মরসুমে জীবনের সেরা ফর্মের মধ্যে দিয়েই বোধহয় যাচ্ছেন শুভমন গিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে অর্ধশতরানের ইনিংস কেলেছিলেন শুভমন গিল। দ্বিতীয় ম্যাচে বড় রানের লক্ষ্যেই মাঠে নেমেছিলেন তিনি। অজি ব্রিগেডের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেললেন ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার। সেইসঙ্গেই ভারতীয় ক্রিকেটার হিসাবে ওডিআই ফর্ম্যাটে গড়লেন এক নয়া নজির। দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসাবে ওডিআই ফর্ম্যাটে ৬টি সেঞ্চুরীর মালিক সুভমন গিল। তাঁর এই পারফরম্যান্স দেখার পরই আপ্লুত হয়েছেন সকলে। সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছা বার্তার ঢল।
এক ক্যালেন্ডার বর্ষে পাঁচটি সেঞ্চুরী ইনিংস খেলে ফেললেন তিনি। শুভমন গিলের এমন পারফরম্যান্স দেখার পর যে ভারতীয় শিবিরের অন্দর মহলে স্বস্তির আবদই বিরাজ করছে তা বলার অপেক্ষা রাখে না। প্রথম ম্যাচে কয়েক রানের জন্য সেঞ্চুরী হাতছাড়া হয়েছিল শুভমন গিলের। ইন্দোরে সুযোেগ হাতছাড়া করেননি এই তরুণ ক্রিকেটার। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৭ বলে ১০৪ রানের ইনিংস খেললেন তিনি। সেঞ্চুরী করেছেন ৯২ বলে। শুভমন গিলের এমন পারফরম্যান্স দেখার পর থেকেই তাঁর প্রশংসায় সকলে।
৯৭ বলে ১০৪ রানের ইনিংস খেলেছেন শুভমন গিল
ওপেনিংয়ে রুতুরাজ গায়কোয়াড নেমেছিলেন শুভমন গিলের সঙ্গে তাডাতাড়িই ফিরে যান রুতুরাজ। সেই থেকেই শ্রেয়স আইয়ারের সহ্গে পার্টনারসিপ গড়ে তোলার কাজটা শুরু করেছিলেন শুভমন গিল। সময় যত এগিয়েছে ততই এদিন অস্ট্রেলিয়ার বোলারদের বিরুদ্ধে বিধ্বংসী রূপ ধারণ করেছিলেন এই তারকা ক্রিকেটার। অস্ট্রেলিয়া শিবিরের তাবড় তাবড় তারকাদের এদিন তাঁকে আটকানোর সামর্থ ছিল না। শুভম গিলের একের পর এক ছয় ও চারের ঝলকে মেতে উঠেছিল ইন্দোরের গ্যালারী।
৯২ বলে কেরিয়ারের ৬ নম্বর ওডিআই সেঞ্চুরী পেয়েছেন শুভমন গিল। সেইসঙ্গেই সুভমন গিলের মুকুটে উঠেছে নয়া পালকও। দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসাবে ওডিআই ফর্ম্যাটে ৬টি সেঞ্চুরী করে ফেললেন তিনি। সেইসঙ্গে এক ক্যালেন্ডাক বর্ষে শুভমন গিলের ঝুলিতে এখন পাঁচটি ওডিআই সেঞ্চুরী। সামনেই রয়েছে বিশ্বকাপের আসর। সেই সংখ্যাটা যে আরও বাড়তে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।
এগিন ৯৭ বলে ১০৪ রানের ইনিংসেই থামতে হয়েছে শুভমন গিলকে। সেখানেই তাঁর ইনিংস জুড়ে রয়েছে ৬টি বাউন্ডারি এবং চারটি ওভার বাউন্ডারি। সেইসঙ্গে শুভমন গিলের স্ট্রাইকরেট এই ম্যাচে ১০৭.২২। একইসঙ্গে শ্রেয়স আইয়ারের সহ্গে ২০০ রানের পার্টনারপশিপও গড়েছেন শুভমন গিল। বিশ্বকাপের আগে শুভমন গিলের এই পারফর্ম্যান্স ভারতীয় সমর্থকদের যে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে তা বলাই বাহুল্য।