এশিয়া কাপের মঞ্চে নেপাল একটিও ম্যাচ জিততে পারেনি। কয়েকদিনের ব্যাবধানে এশিয়ান গেমসের মঞ্চে নেমেছে নেপাল ক্রিকেট দল। সেখানেই আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে ইতিহাস তৈরি করল নেপাল। মঙ্গালিয়ার বিরদ্ধে টি টোয়েন্টি ফর্ম্যাটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল নেপাল। শুধুমাত্র সর্বোচ্চ রানই নয়, এদিন একাধিক রেকর্ডের মালিক নেপালের ক্রিকেটাররাও। মঙ্গোলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি ফর্ম্যাটে নেপাল শিবিরে রেকর্ডের ছড়াছড়ি। টি টোয়েন্টি ফর্ম্যাটে প্রথম দল হিসাবে ৩০০ রানের গন্ডী টপকালো নেপাল। আর তাতেই কার্যত হৈচৈ পড়ে গিয়েছে।
এশিয়ান গেমসের মঞ্চে এবার ফের ক্রিকেটের প্রতিযোগিতা হচ্ছে। সেখানেই প্রথম ম্নযাচে মঙ্গোলিয়ার বিরুদ্ধে নেমেছিল নেপাল। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নেপালের অধিনায়ক। ঈর সেখানেই একের পর এক রেকর্ড গড়ে কার্যত টি টোয়েন্টি ফর্ম্যাটে ইতিহাস তৈরি করল নেপাল ব্রিগেড। এই ম্যাচে যেমন টি টোয়েন্টি ফর্ম্যাটে ৩০০ রানের রেকর্ড গড়েছে তারা। তেমনই মঙ্গোলিয়ার বিরুদ্ধেই টি টোয়েন্টি ফর্ম্যাটে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড গড়েছেন নেপালের দীপেন্দ্র সিং এইরি।
সেঞ্চুরী করে ম্যাচের নায়ক কুশল মাল্লা
এদিন মঙ্গোলিয়ার বিরুদ্ধে শুরু থেকেই বিধ্বংসী ফর্মে ছিল নেপালের ব্যাটাররা। শুরকু থেকেই মঙ্গোলিয়ার বোলারদের বিরুদ্ধে আক্রমণাত্মক ফর্মে ছিলেন নেপালের কুশল মাল্লা। সেখানেই রোহিত শর্মা ও ডেভিড মিলারের রেকর্ড ভেঙে দিয়েছেন তিন। টি টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরীর রেকর্ড যুগ্মভাবে ছিল রোহিত শর্মা ও ডেভিড মিলারের। সেই রেকর্ডই এদিন ভেঙে দিয়েছেন তিনি। কুশল মাল্লা মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৩৪ বলে সেঞ্চুরী ইনিংস খেলেছেন। মঙ্গোলিয়ার বিরুদ্ধে কুশল মাল্লা ৫০ েবলে ১৩৭ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন। তাঁর গোটা ইনিং জুড়ে এদিন শুধুই ছিল ছয় ও চারের বন্যা।
কুশল মাল্লা এদিন একাই মঙ্গোলিয়ার বিরদ্ধে হাঁকিয়েছেন ১২টি ওভার বাউন্ডারি। সেইসঙ্গে তাঁর ১৩৭ রানের ইনিংস জুড়ে রয়েছে ৮টি বাউন্ডারিও। অবশ্য তিনি একাই নন। নেপালের হয়ে এদিন আরও এক ক্রিকেটার টি টোয়েন্টি ফর্ম্যাটে ইতিহাস তৈরি করেছে। পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন দীপেন্গ্র সিং এইরি। শুরু তেকেই বিধ্বংসী ফর্মে ছি্লেন তিনি। ১০ বলে অর্ধশতরান করেছেন এই ক্রিকেটার। ভেঙে দিয়েছেন যুবরাজ সিংয়ের রেকর্ডও। ১২ বলে অর্ধশতরান করে এই রেকর্ড ছিল যুবরাজ সিংয়ের।
সেই ১৬ বছরের পুরনো রেকর্ডও ভেঙে দিলেন দীপেন্দ্র সিং। টি টোয়ন্টি ফর্ম্যাটে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড গড়েছেন তিনি। তাদের এই রপানে ভর করেই টি টোয়েন্টি ফর্ম্যাটে নেপাল করেছে ৩১৪ রান। এখন সেই পারফরম্যান্স নিয়েই চলছে নানান আলোচনা।