KL Rahul. ( Photo Source: ISHARA S. KODIKARA/AFP via Getty Images)
বিশ্বকাপের মঞ্চে আগামী ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। তার আগেই টিম ইন্ডিয়ার উদ্দেশ্যেবিশেষ পরামর্শ দিলেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার যুবরাজ সিংয়ের। তাঁর মতে এই আসন্ন বিশ্বকাপের মঞ্চে লোকেশ রাহুলকে তার নম্বর পজিশনেই খেলানো উচিত্ ভারতীয় দলের। সম্প্রতি চোট সারিয়ে দলে ফেরার পর এই বপজিশনে খেলেই সাফল্য পেয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেই কথা মাছায় রেখেই এই তারকা ক্রিকেটারকে খেলানোর পরামর্শ দিচ্ছেন প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিং। শেষপর্যন্ত সেটা হয় কিনা সেটাই এখন দেখার।
দীর্ঘদিন চোটের জন্য় মাঠের বাইরে ছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার লোকেশ রাহুল। এবারের এশিয়া কাপ দিয়েই ফের একতবার বাইশগজে প্রত্যাবর্তন করেছেন তিনি। এসিয়া কাপের মঞ্চে সুপার ফোরে নেমেছিলেন লোকেশ রাহুল। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। প্রথম ম্যাচেই পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন এই তারকা ক্রিকেটার। এচাড়া পরবর্তী ম্যাচে ৩৯ রানের ইনিংস খেলেছিলেন লোকেশ রাহুল।
এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন লোকেশ রাহুল
অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও লোকেশ রাহুলের ব্যাটিং পারফরম্যান্সের ধারা অব্যহত ছিল। সেখানেই লোকেশ রাহু পরপর দুইম্যাচেই অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন। এমন পারফরম্যান্স দেখার পর থেকেই লোকেশ রাহুলকে নিয়ে বিশেষ পরামর্শ দিচ্ছেন প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিং। তাঁর মতে বিশ্বকাপেরক মঞ্চেও লোকেশ রাহুলকে চার নম্বূর পজিশনে খেলানো উচিত। চোট সারিয়ে ফেরার পর থেকে সেই পজিশনেই খেলছেন এই তারকা ক্রিকেটার। একইসঙ্গে তিনি সফলও হচ্ছেন। এই সমস্ত দিক বিচার করেই এমন পরামর্শ দিচ্ছেন যুবরাজ সিং।
ভারতীয় দলের এই প্রাক্তন তারকা ক্রিকেটার জানিয়েছেন, “এই মহূর্তে লোকেশ রাহুলকে চার নম্বর পজিশনে ব্যাটিং করাতেই চাইবে ভারতীয় দল। এই পজিশনে তাঁকে অন্তত ১৫ থেকে ২০টি ম্যাচ খেলার সুযোগ দিতে হবে। এশিয়া কাপের মঞ্চে চোট সারিয়ে ফেরার পর কলম্বোর স্পিনিং ট্র্যাকে ১০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। একইসঙ্গে পরবর্তী ম্যাচে ৩৯ রানের ইনিংসও খেলেছিলেন লোকেশ রাহুল। এই মহূর্তে তাঁকে দেখে যথেষ্ট ভাল ফর্মে রয়েছে বলেই মনে হচ্ছে”।
শনিবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানেও যে লোকেশ রাহুলের দিকে সকলের নজর থাকবে তা বলার অপেক্ষা রাখে না। চার নম্বর পজিশনে লোকেশ রাহুল নিজের পারফরম্যান্স ধরে রাখে কিনা সেটাই এখন দেখার।
The post বিশ্বকাপেও লোকেশ রাহুলকে চার নম্বর পজিশনেই খেলানোর পরামর্শ যুবরাজ সিংয়ের appeared first on CricTracker Bengali.