Yuvendra Chahal. (Photo Source: BCCI)
পরপর দুটো টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ হয়নি যুজবেন্দ্র চাহালের। এবারের ওডিআই বিশ্বকাপের স্কোয়াডেও তাঁর সুযোগ হয় কিনা সেদিকেই তাকিয়ে ছিলেন সকলে। কিন্তু শেষপর্যন্ত ভারতের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি যুজবেন্দ্র চাহালের। সেই থেকেই শুরু হয়ে গিয়েছে নানান কথাবার্তা। অনেকেই যুজবেন্দ্র চা্হালকে সুযোগ না দেওয়ার ঘটনা নিয়ে মুখ খুলেছেন। যদিও ভারতীয় দলের এইঅ তারকা স্পিনার নিজের মুখ বন্ধ রাখারই সিদ্ধান্ত নিয়েছিলেন। শেষপর্যন্ত এই প্রসঙ্গে নিয়ে এবার মুখ খুলেছেন যুজবেন্দ্র চাহালও।
এই নিয়ে তিনটে বিশ্বরকাপের দল থেকে বাদ পড়েছেন তিনি। ক্রমাগত একই ঘটনা ঘটে চলায় এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়াটা যে এখন আর তাঁকে বিশেষ প্রভাবিত করে না তা ভারতীয় দলের এই তারকা স্পিনারের কথা থেকেই স্পষ্ট। দলে না থাকার খবরটা খানিকটা দুঃখ দিলেও, এখন সবই যেন তাঁর কাছে স্বাভাবিক হয়ে গিয়েছে। যুজবেন্দ্র চাহালের এমন ইঙ্গিতপূর্ণ বার্তা যে ভারতীয় ক্রিকেট মহলে নতুন করে বিতর্ক তৈরি করার জন্য যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না।
শেষ দুটো টি টোয়েন্টি বিশ্বকাপেও খেলার সুযোগ পাননি যুজবেন্দ্র চাহাল
এবারের এশিয়া কাপ চলার মাঝেই ওডিআই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিসিআই। সেখানে কুলদীপ যাদবকে ভারতীয় দলে রাখা হলেও যুজবেন্দ্র চাহালকে না রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যুজবেন্দ্র চাহালের পরিবর্তে এই দলে অক্ষর পটেলকেই রাখার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তার পিছনে কারণও দর্শিয়েছিলেন ভারতীয় অধিনায়ক থেকে কোচ। দলের আট নম্বর পজিশনেও ব্যাটিং করতে পারেন এমন ক্রিকেটারের খোঁজই ছিল ভারতীয় শিবিরের। সেই কারণেই যুজবেন্দ্র চাহালের পরিবর্তে অক্ষর পটেলকে ভারতীয় দলে রাখা হয়েছিল। যদিও শেষপর্যন্ত চোটের কারণে অক্ষর পটেলও ছিটকে গিয়েছেন ভারতীয় শিবির থেকে।
যুজবেন্দ্র চাহাল তাঁর সুযোগ না পাওয়া প্রসঙ্গে উইসডেন ইন্ডিয়াকে জানিয়েছেন, “এটা যেহেতু বিশ্বকাপ সেখানে শুধুমাত্রপ ১৫ জন ক্রিকেটারই দলে সুযোগ পেতে পারেন। সেই দলে কখনোই ১৭ কিংবা ১৮ জন ক্রিকেটারকে দলে রাখা সম্ভব নয়। অবশ্যই আমি খানিকটা হলেও খারাপ লেগেছিল। তবে আমার জীবনের মূলমন্ত্রই হল এগিয়ে যাওয়া। তবে এই পরিস্থিতির সঙ্গে এখন আমি মানিয়ে নিয়েছি। এই নিয়ে তিনটি বিশ্বকাপ হয়ে গেল”।
২০২১ সালের বিশ্বকাপে স্কোয়াডে থাকলেও একটিও ম্যাচ খেলেননি যুজবেন্দ্র চাহাল। ২০২২ সালের বিশ্বকাপে সুযোগ হয়নি তাঁর। ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপেও যুজবেন্দ্র চাহালকে না রাখারই সিদ্ধান্ত নিয়েছিলেন নির্বাচকরা। খারাপ সময় কাটিয়ে যুজবেন্দ্র চাহাল যে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে স্থির তা বলার অপেক্ষা রাখে না।
The post বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ না পাওয়ার প্রসঙ্গে মুখ খুললেন যুজবেন্দ্র চাহাল appeared first on CricTracker Bengali.