Virender Sehwag. (Photo by INDRANIL MUKHERJEE/AFP via Getty Images)
আর মাত্র তিন দিনের অপেক্ষা, এরপরই সুরুহতে চলেছে বিশ্বকাপের লড়াই। সেখানেই শেষ হাসি কোন দলের অধিনাক হাসবেন সে তো সময়ই বলবে। এই মুহূর্তে শেষ প্রস্তুতি সারছেন ভারতীয় দল সহ প্রতিটি দলই। বিশ্বকাপের মঞ্চে ভারতের প্রথম একাদশ কী হতে পারে তা নিয়েই নানান কথাবার্তা চলছে এই মুহূর্তে। সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ। তাঁর মতে এবারের বিস্বকাপের প্রথম একাদশে ঈশান কিষাণও সূর্যকুমার যাদবের প্রথম একাদশে সুযোদ পাওয়ার সম্ভাবনা খুব একটা নেই।
বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াডে এই দুই ক্রিকেটারকে রাখা হলেও, তাদের খেলার পরিস্থিতি নেই বলেই মনে করছেন প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ। তাঁর মতে ভারতীয় দলের প্রথম একাদশে লোকেশ রাহুল এবং হার্দিক পান্ডিয়া ও শ্রেয়স আইয়ার দেরই প্রথম একাদশে চার, পাঁচ ও ছয় নম্বরক পজিশনে খেলান হবে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেদিকেইএখন তাকিয়ে রয়েছেন সকলে। এছাড়াল সদ্যই ভারতীয়দলের সেঞ্চুরী ইনিংল খেলেছিলেন শ্রেয়স আইয়ার।
৫ অক্টোবর প্রথম ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল
যদি্ও ভারতীয়দলের দলে ওডিআই ফর্ম্যাটে অহবিষেকের পরথেকে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করছেন ঈশান কিষাণও। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রতিটি ম্যাচেই অর্ধতরানের ইনিংস খেলেছিলেন তিনি। সেইসঙ্গে পাকিস্তানেরক বিরুদ্ধে এশিয়া কাপের মঞ্চেও বড়রানের ইনিংস খেলেছিলেন এই তরুঁ ক্রিকেটার। সেই কারণেইঅনেকেই তাঁকে ভারতের প্রথমএকাদসে রাখার কথাও বলতে শুরু করেছেন। কিন্তু বীরেন্দ্র সেওয়াগ তেমনটা একেবারেই মনে করছেন না। তাঁর মতে ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদবের সুযোগ অনেকটাই কম। শ্রেয়স আইয়ার ও লকেশ রা্হুলের ওপরই ভরসা রাখতে চলেছে ভারতীয় দল।
এই প্রসঙ্গে বীরেন্দ্র সেওয়াগ জানিয়েছেন, ভারতীয় দলের হয়ে ছয় নম্বর ও সাত নম্বর পজিশনে লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়া রয়েছেন। সেই কারণেই সেই পজিশনে খেলার জন্য সূর্যকুমার যাদব নেই। সেখানে অবশ্য পাীঁচ নম্বর রজিশন রয়েছে। কিন্তু হার্দিক পান্ডিয়া যদি ছয় নম্বর বোলার হিসাবে খেলেন সেখানে লোকেশ রাহুল খেলবেন পাঁচ নম্বর পজিশনে এবং হার্দিক পান্ডিয়া খেলবেন ছয় নম্বর পজিশনে। অন্যদিকে শ্রেয়স আইয়ার সদ্।সেঞ্চুরী ইনিংস খেলেছেন। সেখানে তিনি যদি খেলেন তবে চার , পাঁচ ও ছয় নম্বর পজিশনে শ্রেয়স, লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়ারা খেলবেন।
The post বিশ্বকাপে মিডল অর্ডারে ঈশান কিষাণ ও সূর্যকুমারের সুযোগের সম্ভাবনা কম, মত বীরেন্দ্র সেওয়াগের appeared first on CricTracker Bengali.