Rohit Sharma & Babar Azam. ( Photo Source: Twitter )
বিশ্বকাপ শুরু হওয়ার আগেই মুখোমুখি রোহিত শর্মা ও বাবর আজম। এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হতে চলেছে আগামী ১৪ অক্টোবর। সেই ম্যাচ ঘিরে ইতিমদধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে। এবার রোহিত শর্মা ও বাবর আজমের এই সাক্ষাতের ছবি আসার পর যে সেই উত্তাপের পারদ আরও বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। বুধবার বিশ্বকাপের মঞ্চে ক্যাপ্টেন্স ডে। বিশ্বকাপের সঙ্গে ফটোশসে হবে প্রতিটি অধিনায়কের। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই পাকিস্তান অধিনায়কের সঙ্গে মুখোমুখি ভারত অধিনায়ক রোহিত শর্মা।
সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব একটা বেশী সময় নেয়নি। এখনও পর্যন্ত ওডিআই বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ হারেনি ভারত। সেই ধারা যে এবারের বিশ্বকাপের মঞ্চেও ভারতীয় দল ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। এখনও পর্যন্ত ওডিআই বিশ্বকাপে সাতবার সাক্ষাত হয়েছে ভারত ও পাকিস্তানের। সেখানে প্রতিবারই জয়ের হাসি ফুটেছে ভারতীয় দলের ক্রিকেটারদের মুখে। সেখানেই শেষপর্যন্ত এবার কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
বিশ্বকাপের মঞ্চে ভারতের কাছে সাতবারই হেরেছে পাকিস্তান
কয়েকদিন আগেই এশিয়া কাপের মঞ্চে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেখানে বৃষ্টির জন্য ভারত বনাম পাকিস্তান প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছিল। এরপরই সুুপার ফোরের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল টিম ইন্ডিয়া। সেখানেই অসাধারণ পারফর্ম্যান্স দেখিয়েছিলেন ভারতীয় দলের ব্যাটাররা। রোহিত শর্মা, শুভমন গিল যেমন সেই ম্যাচে অর্ধশতরান পেয়েছিলেন। তেমনই সেই ম্যাচে ব্যাট হাতে বিরাট রান করেছিলেন ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও লোকেশ রাহুল। তাদের দুজনের সেঞ্চুরী ইনিংসে ভর করেই পাকিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে পৌঁছেছিল টিম ইন্ডিয়া।
কয়েকদিনের ব্যবধানে ফের একবার পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। সেখানেও যে পাকিস্তানের বিরুদ্ধে এই একই পারফরম্যান্স অব্যহত রাখতে চাইবে ভারতীয় দল তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সে তো সময়ই বলবে। ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দল যে খানিকটা হলেও এগিয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
ঘরের মাঠে সম্প্রতি ভার পারফরম্যান্সই প্রদর্শন করেছেন রোহিত শর্মা। এবারও যে তিনি সেই পারফরম্যান্সই ধরে রাখবে তা বলার অপেক্ষা রাখে না। তাঁকে ঘিরেও প্রত্যাশার পারদ ক্রমশ চড়তে শুরু করেছে। এবার ক্যাপ্টেন্স ডে-র আগে রোহিত শর্মা ও বাবর আজমের আহমেদাবাদে সাক্ষাত যে সেই উত্তাপ আরও বাড়িয়ে দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।
The post আহমেদাবাদে ক্যাপ্টেন্স ডে-র আগেই মুখোমুখি রোহিত শর্মা ও বাবর আজম appeared first on CricTracker Bengali.