Pat Cummins. (Photo Source: Twitter)
আগামী ৮ অক্টোবর বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি অস্ট্রেলিয়া ও ভারত। প্রথম ম্যাচেই ভারত জয় দিয়ে যাত্রা শুরু করে নাকি অস্ট্রেলিয়া তাদের দারা অব্যহত রাখে সেটা তো সময়ই বলবে। কিন্তু ভারতের ঘরের মাঠে লড়াইটা যে বেশ কঠিন হবে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে ভারতের স্পিন আক্রমণ এই মুহর্তে অন্যান্য অনেক দলের থেকেই শক্তিশালী। সেখানেই টিম ইন্ডিয়া শেষপর্যন্ত কী করে তা তো সময়ই বলবে। সেখানেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্পিন আক্রমণ যে ভারতীয় দলের অন্যতম শক্তি হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।
যদিও তা নিয়ে এখনই অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স খুব একটা বেশী চিন্তিত নন। ভারতীয় শিবিরে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজাজের মতো তারকা ক্রিকেটাররা। তারা যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। যদিও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স তা নিয়ে খুব একটা চিন্তা করছেন না। বরং এই তিন স্পিনারকে আটকানোর রাস্তা তাদের কাছে আছে বলেই মনে করছেন তিনি।
ভারতের বিরুদ্ধে ওডিাই সিরিজের শেষ ম্যাচে জিতেছিল অস্ট্রেলিয়া
ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে বহু ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। সেখানে রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজাদের বিরুদ্ধেও তাদের খেলার অভিজ্ঞতা রয়েছ। সেইসঙ্গে সদ্যই ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে নেমেছিল অস্ট্রেলিয়া শিবির। সেখানে সিরিজ হারলেও রাজকোটে শেষ ম্যাচে জয় তাদের অনেক বেশী আত্মবিশ্বাস যোগাচ্ছে। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে জয়ের লক্ষ্যে রয়েছেন প্যাট কামিন্স। ভারতের স্পিন আক্রমণকেও ভয় পেতে নারাজ এই তারকা ক্রিকেটার।
ম্যাচের আগে প্যাট কামিন্স জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই এবারের বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে যাবে আমাদের। আমাদের অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা স্পিনের বিরুদ্ধে বহু ম্যাচ খেলেছেন। আমাদের দলের অনেক ক্রিকেটারই ভারতের মাটিতে ভাল পারফরম্যান্স প্রদরশন করেছেন এর আগে। সেই কারমে ভারতের বেশীরভাগ বোলারদেরই তারা চেনে এবং সেই মতোই তাদের পরিকল্পনাও প্রস্তুত রয়েছে। আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। শেষ ওডিআই ম্যাচে ভারতের বিরুদ্ধে আমরা যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখিয়েছি এবং সেই ম্যাচ জিতেওছি। ভারতে আমাদের ওডিাই রেকর্ড যথেষ্ট ভাল রয়েছে।
আইপিএলের মঞ্চেও অস্ট্রেলিয়ান তারকা করিকেটাররা খেলেছিলেন। এখানকার পিচ সম্বন্ধে যথেষ্ট ভালভাবই অবগত রয়েছেন তারা। ভারতের স্পিন আক্রমণ তারা কেমনভাবে সামাল দেন সেটাই দেখার।
The post ভারতের শক্তিশালী স্পিন আক্রমণ আটকানোর ছক প্রস্তুত অস্ট্রেলিয়ার, বার্তা প্যাট কামিন্সের appeared first on CricTracker Bengali.