South Africa vs Srilanka. ( Photo Source: Gareth Copley/PUNIT PARANJPE/AFP via Getty Images)
শনিবার বিশ্বকাপের মঞ্চে যাত্রা শুরু করতে চলেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচেই তাদের প্রতকিপক্ষ শ্রীলঙ্কা। প্রথম ম্যাচেই যে হাড্ডহাড্ডি লড়াই হবে তা বলাই যায়। যদিও ধারেভারে অবশ্য খানিকটা এগিয়ে থেকেই মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। দুই দলেই অবশ্য চোট আঘাতের জন্য তাদের গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটার নেই। সেইসঙ্গে শ্রীলঙ্কা শিবিরে রয়েছে স্পিনারদের আধিক্য। যদিও তা নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ যে খুব একটা বেশী ভাবছে না তা বলাই বাহুল্য।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে সেই সিরিজে প্রথম দুই ম্যাচে হেরে গেলেও তৃতীয় ম্যাচ থেকে যেমন দুরন্ত কামব্যাক করেছিল তারা। পিছিয়ে থেকেও ঘরের মাঠে শেষপর্যন্ত সেই সিরিজ জিতে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে সিরিজ জয় যে দক্ষিণ আফ্রিকার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। তবে এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ক্রিকেটার অ্যানরিখ নর্খিয়া নেই। তাঁর অভাব কোন ক্রিকেটার পূরণ করে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
অন্যদিকে শ্রীলঙ্কা শেষবার এশিয়া কাপের ফাইনালে পৌঁছেছিল। কিন্তু ভারতের বিরুদ্ধে সেই ম্যাচে বিশ্রীভাবে হেরেই মাঠ ছাড়তে হয়েছিল শ্রীলঙ্কা শিবিরকে। যদিও সেসব এখন মনে রাখতে নারাজ শ্রীলঙ্কা শিবিরও। বিশ্বকাপের মঞ্চে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে তারা। ভারতের মাটিতে দুনিথ ওয়েল্লালাগে যে শ্রীলঙ্কা শিবিরের অন্যতম প্রধান ভরসা তা বলার অপেক্ষা রাখে না। যদিও প্রতিপক্ষ শিবিরের কুইন্টন ডিকক ও ডেভিড মিলাররা দুরন্ত ফর্মে রয়েছেন। এই বছর ওডিআই ফর্ম্যাটে ১০ ম্যাচ খেলে ৬৩৭ রান করেছেন টেম্বা বাভুমা।
অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ কন্ডিশন
বরাবরই অরুণ জেটলি স্টেডিয়ামের পিচের প্রকৃতি খানিকটা স্কো এবং এখানে বেশীরভাগ সময়ই স্পিনারদের বাড়তি সুবিধা পেতে দেখা গিয়েছে। এই পিচের মিডল ওভারে ব্যাটারদের বড় শট খেলার জন্য মিডল ওভারে বেশ খানিকটা সময় দেওয়া প্রয়োজন রয়েছে। টস জিতলে এই পিচে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়াটাই এগিয়ে রাখতে পারে দলকে।
সম্ভাব্য একাদশ
দক্ষিণ আফ্রিকা
টেম্বা বাভুমা, কুইন্টন ডিকক, র্যাসি ফান ডার ডুসেন, এডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো য়্যানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাডা, তাবরেজ সামসি, লুঙ্গি এনগিডি।
শ্রীলঙ্কা
কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শনাকা, দুনিথ ওয়েল্লালাগে, মহিস থিকসানা, দিলশান মদুশঙ্কা, মথিসা পাথিরানা
দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা হেড টু হেড
ম্যাচ – ৮০। শ্রীলঙ্কা – ৩৩। দক্ষিণ আফ্রিকা – ৪৫। ড্র – ১। ফলাফল হয়নি – ২
ম্যাচ ও সম্প্রচার বিবরণী
ভেন্যু – অরুণ জেটলি স্টেডিয়াম
তারিখ ও সময় – ৭ অক্টোবর, ভারতী সময় দুপুর ২ টো
টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – ডিজনি + হটস্টার
The post বিশ্বকাপ ম্যাচ ৪, দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কাঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড টু হেড ও ম্যাচ বিবরণী appeared first on CricTracker Bengali.