২০ বছর আগে বাবার পারফরম্যান্সের পূণরাবৃত্তি ছেলের হাত ধরে, চার উইকেট বাস ডে লিডের

অক্টো. 6, 2023

Spread the love

Bas De Leede. ( Photo Source: Alex Davidson-ICC/ICC via Getty Images )

২০ বছর আগে ২০০৩ সালের বিশ্বকাপে সকলের নজর কেড়েছিলেন নেদারল্যান্ডসের টিম ডে লিড। সেই বিশ্বকাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে চার উইকেট তুলে সকলকে চমকে দিয়েছিলেন টিম ডে লিড।  মাঝে কেটে গিয়েছে ২০ বছর। এবার ভারতের মাটিতে বসেছে বিশ্বকাপের সেই আসর। সেখানেই পাকিস্তানের বিরুদ্ধে বাবর জুতোতেই পা গলালেন নেদারল্যান্ডসের বাস ডে লিড। পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপের ম়ঞ্চে চারটি উইকেট তুলে নিলেন নেদারল্যান্ডসের বাস ডে লিড। ২০ বছর পর বিশ্বকাপের মঞ্চে বাবর রেকর্ড স্পর্ষ করলেন ছেলে।

এবারের ওডিআই িবশ্বকাপে ফের সকলকে চমকে দিয়ে যোগ্যতা অর্জন করেছে নেদারল্যান্ডস। ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে যোগ্যতা অর্জন পর্বে হারিয়েছিল তারা। সেখানেই প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নেমেছে নেদারল্যান্ডস। সেই ম্যাচে পাক বাহিনীর ব্যাটিং লাইনআপকে কার্যত শেষ করে দিলেন একাই বাস ডে লিড। ২০ বছর আগে এই একই পারফরম্যান্স ভারতের বিরুদ্ধে দেখিয়েছিলেন তাঁরই বাবা টিম ডে লিড। সেখানেই ভারতের তারকা ক্রিকেটারদের সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

৯ ওভারে ৬২ রান দিয়ে চার উইকেট নিয়েছেন বাস ডে লিড

পাকিস্তানের বিরুদ্ধে এদিন একাঅই ৯ ওভার বোলিং করে ৪ উইকেট তুলে নিয়েছেন বাস ডে লিড। টস জিতে এদিন পাকিস্তানকেই প্রথমে ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিলেন নেদারল্যান্ডস অধিনায়ক। সেখানে নেদারল্যান্ডসের হয়ে পাকিস্তানের একের পর এক সেরা পার্টনারশিপ বাঙার কাজটা নিখুঁতভাবে করেছিলেন বাস ডে লিড।  ম্যাচের ৩২ নম্বর ওভারে দুই উইকেট তুলে নিয়ে মহম্মদ রিজওয়ান ও ইফতিকার আহমেদের বড় পার্টনারশিপ করার রাস্তাটা বন্ধ করে দিয়েছিলেন।

A sensational four-wicket haul on #CWC23 debut for Bas de Leede 👊#PAKvNED 📝: https://t.co/yjSeoWVuyE pic.twitter.com/ngl20b2dJU

— ICC Cricket World Cup (@cricketworldcup) October 6, 2023

সেই ওভারে রান খানিকটা বেশী দিলেও সেরা দুটো উইকেট তুসে নিয়েছিলেন তিনি। সই সময় মহম্মদ রিজওয়ান ছিলেন ৬৮ রানে দাঁড়িয়ে। এরপর সেই একই কাজ করেন ম্যাচের ৪৪ নম্বর ওভারে। সেই ওভারে বোলিং করতে এসে হাসান আলি এবং শাদাব খানের উইকেট তুলে নিয়েছিলেন বাস ডে লিড। আর তাতেই পাকিস্তানের বিরাট রানের রাস্তাটাও শেষ হয়ে গিয়েছিল।

এমন পারফরম্যান্স দেখার পর থেকেই কমেন্ট্রি বক্সে তাঁর বাবার ২০ আগে করা সেই পারফরম্যান্স নিয়ে আলোচনা শুরু হয়েছিল। সেই ম্যাচে সচিন তেন্ডুলকরের মতো তারকাকে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন বাস ডে লিডের বাবা টিম ডে লিড।  ২০০৩ সালের বিশ্বকাপে সেই ম্যাচে চার উইকেট তুলে নিয়েছিলেন তাঁর বাবা। এমন ঘটনা দেখার পর থেকেই কার্যত হৈচৈ পড়ে গিয়েছে।

The post ২০ বছর আগে বাবার পারফরম্যান্সের পূণরাবৃত্তি ছেলের হাত ধরে, চার উইকেট বাস ডে লিডের appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador