Netherlands_bowling. ( Photo Source: Alex Davidson-ICC/ICC via Getty Images)
বিশ্বকাপের প্রথম ম্যাচেই বিধ্বংসী পারফরম্যান্স প্রদর্শন করেছিল নিউ জিল্যান্ড। সোমবার তারা নেদারল্যান্ডসের বিরুদ্ধে নেমেছিল। সেখানেই এক অযাচিত রেকর্ডের স্বাক্ষী হয়ে থাকতে হল এবার নিউ জিল্যান্ডকে। ইংল্যান্ডের বিরুদ্ধে যারা গত ম্যাচে রানের ফোয়ারা দেখিয়েছিল। সেই তারকা ব্যাটারদেরই নেদারল্যান্ডসের বোলাররা প্রথম তিনটি ওভারে রানের খাতাই খুলতে দিল না। বিশ্বকাপের মঞ্চে এক নতুন রেকর্ড গড়ল নেদারল্যান্ডস। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিন ওবারই মেডেন দিল নেদারল্যান্ডস।
১৯৭৫ সালে প্রথম বিশ্বকাপে এমনটা হতে দেখা গিয়েছিল। এক ইনিংসের প্রথম তিন ওভার মেডেন দিয়েছিলেন। এরপর থেকে আর ওডিআই বিশ্বকাপের মঞ্চে এমনটা হতে দেখা যায়নি। ২০২৩ সালের বিশ্বকাপের মঞ্চেই দ্বিতীয় দল হিসাবে এক ইনিংসের প্রথম তিন ওভার মেডেন দেওয়ার নজির গড়েছে নেদারল্যান্ডস। প্রথম তিন ওবারে কিউই ব্যাটাররা এক রানও করতে পারেননি। আপ তাতই কার্যত সকলে হতবাক। যদিও রান করতে খুব একটা বেশী দেরী হয়নি নিউ জিল্যান্ডের। ডেভন কনওয়েরা ঠিক সময়েই নিজেদের রনের গতি দেখিয়েছিলেন।
একাই দু ওভার মেডেন দিয়েছেন আরিয়ান দত্
ডেভন কনওয়ে ও উইল ইয়ং ওপেনিংয়ে নেমেছিলেন নিউ জিল্যান্ডের হয়ে। কিন্তু প্রথম তিন ওভারে রানের কাতাই খুলতে পারেননি তারা। নেদারল্যান্ডসের হয়ে প্রথমে বোলিংয়ে এসেছিলেন আরিয়ান দত ও রায়ান ক্লেইন। সেখানেই বল হাতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এই দুই বোলার। নিজের প্রথম দুই ওভার মেডেন দিয়েছিলেন আরিয়ান দত্ ও একটি ওভার মেডেন দিয়েছিলেন রায়ান ক্লেইন। এমন পারফম্যান্স দেখার পর থেকেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে। যদিও নিউ জিল্যান্ড সেই জায়গা থেকে পরিস্থিতি সামাল দিতে খুব একটা বেশী সময় নেয়নি।
New Zealand in their first 3 overs vs Netherlands:
0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0. pic.twitter.com/VDOgvLvqjt
— Johns. (@CricCrazyJohns) October 9, 2023
গত ম্যাচেও ভাল বোলিং পারফরম্যান্স দেখিয়েছিলেন নেদারল্যান্ডসের বোলাররা। এই ম্যাচেও টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নেদারল্যান্ডসের অধিনায়ক। সেখানেই দুরন্ত পারফর্ম্যান্স প্রদর্শন করেছিলেন এই তারকা ক্রিকেটাররা। ইনিংসের প্রথম তিন ওভারই মেডেন দিয়ে এক বিরল রেকর্ড গড়েছেন নেদারল্যান্ডসের বোলাররা। আরিয়ান দত্ ও রায়ান ক্লেইনদের হাত ধরেই সেই রেকর্ড গড়েছে নেদারল্যান্ডস।
তবে নিউ জিল্যান্ড শুরুর দিকে সেভাবে না পারলেও ম্যাচে ফিরতে খুব একটা বেশী সময় নেয়নি। উইল ইংল এই ম্যাচেই ৭০ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে তারা বড় রান করতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষা।
The post নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিন ওভার মেডেন দিলেন ডাচ বোলাররা, বিরল রেকর্ড নেদারল্যান্ডসের appeared first on CricTracker Bengali.