Shubman Gill. ( Image Source: Jio Cinema )
শুভমন গিলকে নিয়ে চিন্তাটা ক্রমশই বাড়ছে সকলের। জ্বরে আক্রান্ত হওয়ার পর প্রথম ম্যাচ খেলতে পারেননি শুভমন গিল। আগামী ১১ অক্টোবর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে দিল্লতে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেও শুভমন গিলকে ছাড়াই নামবে টিম ইন্ডিয়া। সেইসঙ্গেই তাঁর পাকিস্তানের বিরুদ্ধে খেলা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। প্রথম ম্যাচে চেন্নাইয়ে থাকলেও দলের সঙ্গে স্টেডিয়ামে আসতে পারেননি েই তারকা ক্রিকেটার। দ্বিতীয় ম্যাচের জন্যও দলের সঙ্গে দিল্লিতে আসতে পারছেন না শুভমন গিল।
সোমবারই বিসিসিআইয়ের তরফে বিবৃিতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে শুভমন গিলের না থাকার কথা। প্রথম ম্যাচে তাঁর পরিবরক্তে ঈশান কিষাণকে নিয়েই ওপেনিংয়ে নেমেছিলেন রোহিত শর্মা। আফগানিস্তানের বিরুদ্ধেও শুভমন গিলের উপস্থিতিতে যে ভারতীয় দলের পরিকল্পনা ববদলাবে না তা বলার অপেক্ষা রাখে না। এখনও পর্যন্ত সম্পূর্ণ ভাবে সুস্থ হয়ে উঠতে পারেননি শুভমন গিল। মেডিক্যাল দলের তত্ত্বাবধানেই রয়েছেন তিনি। ভারতীয় দল দিল্লি পৌঁছে গেলেও, আপাতত চেন্নাইয়েই চিকিত্সকদের পর্যবেক্ষণে রয়েছেন এই তরুণ তারকা ক্রিকেটার।
চেন্নাইয়ে পৌঁছনোর পরই জ্বরে আক্রান্ত হয়েছিলেন শুভমন গিল
বিশ্বকাপের আগে চেন্নাইয়ে পৌঁছনর পরই জ্বরে আক্রান্ত হয়েছিলেন শুভমন গিল। সেই খবর সামনে আসার পর থেকেই সমস্যা বাড়তে শুরু করেছিল। শোনাযাচ্ছিল যে প্রথম ম্যাচে নাকি তাঁকে চাড়াঅ নামতে চলেছে ভারতীয় দল। শেষপর্যন্ত তেমনটাই হয়েছিল। তবে ভারতীয় দল যে তাঁকে নিয়ে সবসময়ই আশাবাদী তা বলতে কোনও দ্বিধা করেননি রোহিত শর্মা থেকে রাহুল দ্রাবিড়রা। কিন্তু দ্বিতীয় ম্যাচেও শুভমন গিলকে ছাড়াই নামতে হচ্ছে ভারতীয় দলকে। এবার চিন্তাটা যে বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না।
🚨 Medical Update: Shubman Gill 🚨
More Details 🔽 #TeamIndia | #CWC23 | #MeninBluehttps://t.co/qbzHChSMnm
— BCCI (@BCCI) October 9, 2023
আফগানিস্তান ম্যাচের পরই পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের লড়াইয়ে নামতে চলেছে রোহিত শর্মারা। সেখানে শুভমন গিল খেলতে পারবেন কিনা তা নিয়েও কোনওরকম নিশ্চয়তা নেই। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের মঞ্চে ভাল পারফরম্যান্সই প্রদর্শন করেছিলেন এই তরুণ ক্রিকেটার। বিশ্বকাপেও তাঁকে ঘিরে প্রত্যাশার পারদটা চড়তে শুরু করেছিল। কিন্তু দ্বরে আক্রান্ত হওয়ার পর থেকেই শুভমন গিলকে সকলের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায়।
এই বছরে দেশের জার্সিতে শুভমন গিল দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন। সেখানেই ওডিআই সিরিজে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে যেমন দ্বিশতরান করেছিলেন। তেমনই এবারের আইপিএলে সর্বোচ্চ রানের মালিক ছিলেন শুভমন গিল। বিশ্বকাপের মঞ্চে সেই শুভমন গিল এখনও পর্যন্ত অনুপস্থিত। তিনি আদৌ ফিরতে পারেন কিনা সেই জল্পনাই তুঙ্গে।
The post আফগানিস্তানের বিরুদ্ধেও নেই শুভমন গিল, চেন্নাইয়ে চিকিত্সকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি appeared first on CricTracker Bengali.










