Shubman Gill. (Image Source: Twitter/Shubman Gill)
শুভমন গিলকে নিয়ে দুশ্চিন্তা যেন কিছুতেই কাটতে চাইচে না। চেন্নাইয়েই হাসপাতালে ভর্তি হতে হল ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারকে। ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার ফলে আপাতত ভাকতীয় দলের বাইরে রয়েছেন শুভমন গিল। টিম হোটেলেই তাঁর চিকিত্সা চলছিল। হঠাত্ই তাঁর প্লেটলেট কমে য়াওয়ার ফলে চেন্নাইতেই একটি সুপার স্পোশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে শুভমন গিলকে। যদিও শোনাযাচ্ছে এখন নাকি আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার। বাড়তি ঝুঁকি এড়ানোর জন্যই চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে।
ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার জন্য অস্ট্রেলিয়ার পর এবারের বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধেও খেলতে পারছেন শুভমন গিল। গত সোমবারই দিল্লি পৌঁছেছে টিম ইন্ডিয়া। দলের সঙ্গে দিল্লি যেতে পারেননি এই তরুণ ক্রিকেটার। বিসিসিআইয়ের চিকিত্সকদের তত্ত্বাবধানে চেন্নাইয়েই রয়েছেন তিনি। শোনাযাচ্ছে সোমূারই হাসপাতালে ভর্তি করা হয়েছে এই তরুণ ক্রিকেটারকে। হঠাত্ই তাঁর প্লেটলেট কমে গিয়েছে ১ লক্ষের নীচে। আর সেই কারণেই বাড়তে ঝুঁকি নিতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড। চেন্নাইয়ের একটি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে রাখা হয়েছে এই তরুণ ক্রিকেটারকে।
ডেঙ্গিতে আক্রান্ত হওয়ায় আফগানিস্তানের বিরুদ্ধেও নেই শুভমন গিল
সেখানেই তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শোনাযাচ্ছে শুভমন গিলের সঙ্গেই সেখানে রয়েছেন ভারতীয় দলের চিকিত্সক রিজওয়ানও। প্লেটলেট কাউন্ট বেড়ে গেলেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে এই তারকা ক্রিকেটারকে। যদিও শুভমন গিলের হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়ার পর তেকেই নানা জল্পনা শুরু হয়ে গিয়েছে। কারণ আফগানিস্তানের পরই ভারতীয় দল বিশ্বকাপের মঞ্চে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নমাবে। সেই ম্যাচেও শুভমন গিলকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। যদিও শেষপর্যন্ত কী হয় সেটদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
বিশ্বকাপের আগে চেন্নাইয়ে পৌঁছনর পরই জ্বরে আক্রান্ত হয়েছিলেন শুভমন গিল। সেই খবর সামনে আসার পর থেকেই সমস্যা বাড়তে শুরু করেছিল। শোনাযাচ্ছিল যে প্রথম ম্যাচে নাকি তাঁকে চাড়াঅ নামতে চলেছে ভারতীয় দল। শেষপর্যন্ত তেমনটাই হয়েছিল। তবে ভারতীয় দল যে তাঁকে নিয়ে সবসময়ই আশাবাদী তা বলতে কোনও দ্বিধা করেননি রোহিত শর্মা থেকে রাহুল দ্রাবিড়রা। কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার খবর যে সকলকেই খানিকটা অস্বস্তিতে রাখছে তা বলার অপেক্ষা রাখে না।
এই বছরে দেশের জার্সিতে শুভমন গিল দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন। সেখানেই ওডিআই সিরিজে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে যেমন দ্বিশতরান করেছিলেন। তেমনই এবারের আইপিএলে সর্বোচ্চ রানের মালিক ছিলেন শুভমন গিল। বিশ্বকাপের মঞ্চে সেই শুভমন গিল এখনও পর্যন্ত অনুপস্থিত। তিনি আদৌ ফিরতে পারেন কিনা সেই জল্পনাই তুঙ্গে।
The post প্লেটলেট কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি শুভমন গিল appeared first on CricTracker Bengali.










