Maheesh Theekshana. (Photo by Darrian Traynor/Getty Images)
এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে হার দিয়ে যাত্রা শুরু করেছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বিরাট ব্যবধানে হেরেছিল শ্রীলঙ্কা। মঙ্গলবার পাকিস্তানের বিরুদ্ধে যাত্রা শুরু করতে চলেছে শ্রীলঙ্কা। সেই ম্যাচে নামার আগেই স্বস্তির খবর শ্রীলঙ্কা শিবিরে। সবকিছু ঠিকঠাক চললে চোট সারিয়ে এই ম্যাচে ফিরতে চলেছেন শ্রীলঙ্কার তারকা পেসার মহিস থিকসানা। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে পারেননি তিনি। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য প্রথম ম্যাচে খেলানো হয়নি মহিস থিকসানাকে। তবে এখন শোনযাচ্ছে তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন।
শ্রীলঙ্কার হয়ে বরাবরই ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন মহিস থিকসানা। কিন্তু এশিয়া কাপ চলাকালীনই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মহিস থিকসানা। সেই থেকেই এই তারকা ক্রিকেটারের বিশ্বকাপ খেলা নিয়ে একটা সংশয় দেখা দিয়েছিল। যদিও মহিস থিকসানাকে রেখেই শ্রীলঙ্কার বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল। কিন্তু প্রথম ম্যাচে তাঁকে কেলানোর কোনওরকম ঝুঁকি নেয়া হয়নি। বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই তারকা ক্রিকেটারকে প্রথম ম্যাচে বিশ্রামে রাখা হয়েছিল।
এশিয়া কাপের সময়ই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন মহিস থিকসানা
চলতি বিশ্বকাপের ম়ঞ্চে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বিশ্রীভাবে হারতে হয়েছিল শ্রীলঙ্কাকে। এবার তারা পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে। সেখানেই ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে শ্রীলঙ্কা। সেই ম্যাচে নামার আগেই শ্রীলঙ্কার সহকারী কোচ নাভেদ নওয়াজের গলা থেকেই স্বস্তির সুর। ম্যাচ শুরু হওয়ার আগেই তিনি জানিয়েছেন যে পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য নাকি প্রস্তুত রয়েছেন মহিস থিকসানা। বিরাট কোনও অঘটন না ঘটবলে যে এই ম্যাচেই তিনি ফিরতে চলেছেন তা বলার অপেক্ষা রাখে না। পাকিস্তানের বিরুদ্ধে ফিরতে পারলেও শেষপর্যন্ত মহিস থিকসানার হাত ধরে সাফল্যের রাস্তায় শ্রীলঙ্কা ফিরতে পারে কিনা তা তো সময়ই বলবে।
এই প্রসঙ্গে শ্রীলঙ্কার সহকারী কোচ নাভেদ নওয়াজ জানিয়েছেন, “তিনি সুস্থ রয়েছেন এবং তাঁর খেলাটা একেবারেই উচিত্। মেডিক্যাল দলের পরামর্শ মেনেই প্রথম ম্যাচে মহিস থিকসানাকে খেলানোর ঝুঁকি আমরা নিতে পারিনি। তবে তিনি একেবারেই প্রস্তুত রয়েছেন”।
শেষবার এশিয়া কাপের ফাইনালে পৌঁছেছিল শ্রীলঙ্কা। কিন্তু সেখানেও ভারতের কাছে বিশ্রীভাবে হারতে হয়েছিল তাদের। এবারের বিশ্বকাপেও শুরুটা ভালভাবে করতে পারেনি শ্রীলঙ্কা। যদিও এবারের এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়েই ফাইনালে পৌঁছেছিল তারা। সেই ধারা তারা বিশ্বকাপের মঞ্চেও ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছেন। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
The post পাকিস্তানের বিরুদ্ধেই ফিরতে চলেছেন মহিস থিকসানা appeared first on CricTracker Bengali.










