ওডিআই বিশ্বকাপ ২০২৩: পদ্মশ্রী প্রাপ্ত ভারতীয় চিত্রশিল্পী পরেশ মাইতিকে সাথে নিয়ে ‘ক্রিকেটের গ্রেটেস্ট ক্যানভাস’ চালু করল আইসিসি

অক্টো. 10, 2023

Spread the love

Paresh Maity. (Photo Source: Twitter)

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ‘ক্রিকেটের গ্রেটেস্ট ক্যানভাস’ চালু করার কথা ঘোষণা করেছে। ওডিআই বিশ্বকাপ ২০২৩-কে স্মরণীয় করে রাখার জন্য এই উদ্যোগ নিয়েছে তারা।

ওডিআই বিশ্বকাপ ২০২৩ যে ১০টি কেন্দ্র আয়োজন করেছে সেই ১০টি কেন্দ্রকে ক্যানভাসে তুলে ধরবেন বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী এবং পদ্মশ্রী পুরস্কার প্রাপক পরেশ মাইতি। এই অসাধারণ দৃশ্য দিল্লি, কলকাতা, মুম্বাই এবং আহমেদাবাদে উন্মোচিত হবে।

ওডিআই বিশ্বকাপ ২০২৩ চলাকালীন পরেশ মাইতি তার প্রতিভাকে কাজে লাগিয়ে ক্রিকেট জগতের সামনে এই বিশেষ জিনিসটিকে তুলে ধরবেন। দর্শক এবং শিল্প উৎসাহীরা তার এই প্রতিভাকে সামনে থেকে দেখার সুযোগ পাবে। এটি ওডিআই বিশ্বকাপ ২০২৩-কে একটি অন্য মাত্রায় পৌঁছে দেবে।

“আমি আইসিসির ইন স্টেডিয়া আর্টিস্ট হতে পেরে সম্মানিত এবং আমি ১০টি কেন্দ্রের জাদু ক্যাপচার করার অপেক্ষায় আছি” – পরেশ মাইতি

আইসিসির বিপণন এবং যোগাযোগের জেনারেল ম্যানেজার ক্লেয়ার ফারলং বলেন, “ক্রিকেট দীর্ঘকাল ধরে মহান সাহিত্য এবং শিল্পের জন্য অনুপ্রেরণার উৎস। আইসিসির পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর বিশেষ মুহূর্তগুলি ক্যাপচার করার ক্ষেত্রে পরেশ মাইতির মতো একজন দক্ষ শিল্পীর সাথে যোগ দিতে পেরে আমরা আনন্দিত। তিনি স্টেডিয়ামগুলিতে থাকবেন এবং আমরা নিশ্চিত তার প্রতিভা দেখে সকলে মুগ্ধ হবেন। এই উদ্যোগটি ভক্তদের ভারতের সেরা শিল্পীদের মধ্যে একজনকে দেখার সুযোগ করে দেবে। তিনি দশটি ক্যানভাস তৈরি করেছেন যা এই ইভেন্টের অনন্য চেতনাকে ক্যাপচার করবে।”

পরেশ মাইতি বলেন, “বিশ্বজুড়ে সেরা খেলোয়াড়দের দেখানোর জন্য ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করা ভারতের জন্য সৌভাগ্যের বিষয়। আমি দিল্লিতে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার মধ্যে খেলা দেখেছি এবং এঁকেছি এবং অনুভব করেছি যে এই টুর্নামেন্টটি একটি উৎসব যা সবাইকে এক করে। আমি আইসিসির ইন স্টেডিয়া আর্টিস্ট হতে পেরে সম্মানিত এবং আমি ১০টি কেন্দ্রের জাদু ক্যাপচার করার অপেক্ষায় আছি।”

৫ই অক্টোবর থেকে ওডিআই বিশ্বকাপ শুরু হয়েছে। এই টুর্নামেন্টটি ১৯শে নভেম্বর পর্যন্ত চলবে। ৭ই অক্টোবর, দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কার ম্যাচ চলাকালীন এই শিল্পকর্মটি শুরু হয়েছিল।

বাকি তিনটি লাইভ পেন্টিং সেশন নিম্নলিখিত কেন্দ্রগুলিতে দেখা যাবে –

৩১শে অক্টোবর – কলকাতা (বাংলাদেশ বনাম পাকিস্তান)

২রা নভেম্বর – মুম্বাই (ভারত বনাম ইংল্যান্ড)

১০ই নভেম্বর – আহমেদাবাদ (দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান)

The post ওডিআই বিশ্বকাপ ২০২৩: পদ্মশ্রী প্রাপ্ত ভারতীয় চিত্রশিল্পী পরেশ মাইতিকে সাথে নিয়ে ‘ক্রিকেটের গ্রেটেস্ট ক্যানভাস’ চালু করল আইসিসি appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador