Virat Kohli and KL Rahul. (Photo Source: Twitter)
বুধবার বিশ্বকাপের মঞ্চে আফগানিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। ধারেভারে আফগানিস্তানের থেকে টিম ইন্ডিয়া এগিয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। যদিও আফগানিস্তানের বিরুদ্ধে নামার আগেও যথেষ্ট সতর্ক ভারতীয় শিবির। এবারের বিশ্বকাপের মঞ্চে শুরুটা জয় দিয়েই করেছে টিম ইন্ডিয়া। আফগান বাহিনীর বিরুদ্ধেও সেই ধারাই যে ভারতীয় দল ধরে রাখতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না। সেই ম্যাচেই ভারতীয় দলের প্রথম একাদশ কী হতে পারে তা নিয়েই চলছে নানান হিসাব নিকাশ।
প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বোলিংয়ে যেমন ভাল পারফরম্যান্স করেছেন ভারতীয় দলের বোলাররা। তেমনই ব্যাটিংয়েও নিজেদের সেরা পারফরম্যান্স দেখিয়েছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। আফগানিস্তানের বিরুদ্ধে নামার আগে সেই পারফরম্যান্স যে ভারতীয় দলকে আত্মবিশ্বাস যোগাবে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। প্রথম ম্যাচের দল যে আফগানিস্তানের বিরুদ্ধে খুব একটা পরিবর্তন হতে পারে তেমনও ইঙ্গিত নেই। তবে বোলিংয়ের জায়গায় একটা পরিবর্তন হলেও হতে পারে।
এই ম্যাচেও সুভমন গিল নেই। ভারতীয় দল সেই রোহিত শর্মা ও ঈশান কিুষাণ জুটির ওপরই যে ভরসা রাখতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে মিডল অর্ডারে বিরাট কোহলি ও লোকেশ রাহুল তো রয়েছেনই। দেখে নেওয়া যাক আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ।
ওপেনিংয়ে রোহিত শর্মা ও ঈশান কিষাণ
Rohit Sharma. ( Image Source: Jio Cinema )
প্রথম ম্যাচে নামতে পারেননি শুভমন গিলষ। আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও সুভমন গিল খেলবেন না। সেখানে যে রোহিত শর্মা এবং ঈশান িকষাণকেই ওপেনম করতে দেখা যাবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই দুই ব্যাটারই ব্যর্ত হয়ে সাজঘরে ফিরে গিয়েছিলেন। রোহিত শর্মা শূন্য রান করে মাঠ ছেড়েছিলেন। রানের খাতা খুলতে পারেননি ঈশান কিষাণও। যদিও এই ম্যাচে রোহিত শর্মার সঙ্গে টিম ম্যানেজমেন্ট ঈশান কিষাণের ওপরই ভরসা রাখতে চলেছে।
মিডল অর্ডারঃ বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার ও কেএল রাহুল
Virat Kohli and KL Rahul. (Photo Source: PUNIT PARANJPE/AFP via Getty Images)
এই মুহূর্তে ভারতীয় দলের সেরা পারফর্মারের তকমা রয়েছে বিরাচ কোহলির গায়ে। ভারতীয় দলের হয়ে দীর্ঘদিন ধরেই বড় ম্যাচে নিজের পারফরম্যান্স দেখিয়ে আসছেন তিনি। এই বিশ্বকাপেও তার অন্যথা হয়নি। প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের ত্রাতার ভূমিকায় চিলেন বিরাট কোহলি। সেখানেই তাঁর৮৫ রানের ইনিংস অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলকে খাদের কিনারা থেকে উদ্ধার করে জয়ের রাস্তায় ফিরিয়েছিল। মিডল অর্ডারে তিনিই যে ভারতীয় দলের প্রধান অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না।
অন্যদিকে চোট সারিয়ে ফেরার পর থেকেই লোকেশ রাহুল নিজের সেরা পারফরম্যান্স প্রদর্শন করছেন। বিশ্বকাপের মঞ্চেও সেই ধারা অব্যহত রেখেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট কোহলিকে যোগ্য সঙ্গত দিলেন যেমন, তেমনই শেষপর্যন্ত মাঠে থেকে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছিলেন লোকেশ রাহুল। ৯৭ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন প্রথম ম্যাচে।
শ্রেয়স আইয়ার অবশ্য চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে নিজের সেই পারফরম্যান্স দেখাতে পারেননি। তবে তাঁকে নিয়েও আশাবাদী সকলে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরী করেছিলেন ওডিআই সিরিজে।
অল রাউন্ডারঃ রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া ও শার্দূল ঠাকুর
Ravindra Jadeja. ( Photo Source: R.SATISH BABU/AFP via Getty Images )
বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই নিজের পারফরম্যান্স দেখানো শুরু করেছেন রবীন্দ্র জাদেজা। যদিও সেই ম্যাচে ব্যাটিং করতে হয়নি তাঁকে। কিন্তু রবীন্দ্র জাদেজা একাই তুলে নিয়েছিলেন সেই ম্যাচে ৩টি উইকেট। রান দিয়েছিলেন মাত্র ২৮। আফগানদের বিরুদ্ধেও ভরসা যোগাচ্ছেন এই তারকা ক্রিকেটার।
প্রথম ম্যাচে হার্দিক পান্ডিয়াও ভাল পারফরম্যান্স প্রদর্শন করেছেন। ২৮ রান দিয়ে যেমন একটি উইকেট তুলে নিয়েছিলেন। সেইসঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থেকে লোকেশ রাহুলকে জয়ের রাস্তায় এগিয়ে যেতে সাহায্যও করেছিলেন। ১১ রানে অপরাজিত ছিলেন হার্দিক পান্ডিয়া।
আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের একটি পরিবর্তন হলেও হতে পারে। রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্তে শার্দূল ঠাকুরকে দেখা যেতে পারে।
বোলারঃ মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদব
Kuldeep Yadav. (Photo Source: BCCI/X (Twitter)
দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধেও ভারতীয় দলের অন্যতম প্রধান শক্তি হতে পারেন কুলদীপ যাদব। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০ ওভারে ৪২ রান দিয়ে তুসে নিয়েছিলেন ২ উইকেট। চেন্নাইয়ের পর দিল্লিতেও কুলদীপের থেকে তেমনই একটা পারফরম্যান্সের প্রত্যাশায় রয়েছেন সকলে।
বিশ্বকাপের মঞ্চে শুরুটা জসপ্রীত বুমরাও খুব একটা খারাপ করেননি। ১০ ওভারে ৩৫ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। আফগানিস্তানের টপ অর্ডারের বিরুদ্ধেও ভারতীয় দলের হয়ে প্রধান অস্ত্র হয়ে উঠতে পারেন এই তারকা ক্রিকেটার।
মহম্মদ সিরাজ গত ম্যাচে খানিকট্ ব্যায়সাপেক্ষ হলেও , আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর ওরপরই ভরসা রাখতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই ম্যাচে ৬ ওভারে ২৬ রান দিয়ে একটি উইকেট পেয়েছিলেন মহম্মদ সিরাজ।
The post ওডিআই বিশ্বকাপ ২০২৩ঃ আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের শক্তিশালী সম্ভাব্য প্রথম একাদশ appeared first on CricTracker Bengali.










