Rohit Sharma & Babar Azam. ( Image Source: Twitter )
ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। মহালয়ার দিন আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী শক্তি ভারত ও পাকিস্তান। সেই ম্যাচ ঘিরে এখন থেকেই নানা হিসাব নিকাশ শুরু হয়ে গিয়েছে। সেখানেই শেষপর্যন্ত কার মুখে জয়ের হাসি ফোটে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। সেই ম্যাচের আগেই আহমেদাবাদে হবতে চলেছে এক বর্ণাঢ্য অনুষ্ঠান। শোনাযাচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বসতে চলেছে চাঁদের হাট। উপস্থিত থাকতে পারেন অমিতাভ বচ্চন থেকে সচিন তেন্ডুলকর।
এবারের ওডিআই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হয়েছিল। সেই থেকেই শোনা গিয়েছিল যে ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে মাকি হতে পারে এক বিশেষ অনুষ্ঠা এবং সেইসঙ্গে জাঁকজমকপূর্ণভাবে হতে পারে বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠান। এখনও পর্যন্ত অবশ্য বিসিসিআইয়ের তরফে সেভাবে কিছু জানানো হয়নি। কিন্তু দৈনিক জাগরণের খবর অনুযায়ী ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগেই আহমেদাবাদে হতে চলেছে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। এই খবরে আপ্লুত সকলে।
এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়নি
শোনাযাচ্ছে সেই অনুষ্ঠানে নাকি অমিতাভ বচ্চনের সঙ্গে উপস্থিত থাকতে পারেন সচিন তেন্ডুলকর। এবারেরর বিশ্বকাপ শুরু হওয়ার আগে বিসিসিআইয়ের তরফে বিশিষ্ঠ ব্যক্তিত্বদের গোল্ডেন টিকিট দেওয়া হয়েছিল। তাদেরকেও নাকি এই ম্যাচের জন্য আমন্ত্রন জানানো হচ্ছে। শুধু তাই নয় ভারত বনাম পাকিস্তান ম্যাচ শুরু হওয়ার আগে মঞ্চ মাতানোর জন্য উপস্থিত থাকতে পারেন অরিজিত্ সিং। বিরাট কোহলিদের নামার আগে তাঁর গানেই মাততে চলেছেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামের অসংখ্য ক্রিকেট ভক্ত। আর সেই খবর আসার পর থেকেই উন্মাদনার মাত্রা বাড়তে চলেছে।
একাধিক বলিউড তারকাদের উপস্থিতিও থাকতে পারে এই অনুষ্ঠানে। শোনাযাচ্ছে ১২.৪০ -এ শুরু হতে চলেছে বলিউড তারকাদের নিয়ে অনুষ্ঠান। ১.১০ পর্যন্ত চলবে সেই অনুষ্ঠান। সেইসঙ্গে অনুষ্ঠান শুরু হওয়ার আগে মঞ্চে উপস্থিত থাকতে চলেছেন সচিন তেন্ডুলকর, রজনীকান্ত এবং অমিতাভ বচ্চন। আর তাতেই আপ্লুত সকলে। ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে এই অনুষ্ঠান ঘিরেও চড়ছে পারদ। শেষপর্যন্ত সেই ম্যাচে কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
ভারত বনাম পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে সম্পূর্ণ আহমেদাবাদ শহরকে নিরাপত্তার চাদরে মুরিয়ে ফেলা হয়েছে। শোনাযাচ্ছে প্রায় ১১ হাজার সদস্যের নিরাপত্তা বাহিনী উপস্থিত থাকতে চলেছে এই ম্যাচকে কেন্দ্র করে। এখন থেকেই আহমেদাবাদে সাজো সাজো রব।
The post জাঁকজমক অনুষ্ঠান দিয়েই শুরু হতে চলেছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ appeared first on CricTracker Bengali.










