Virat Kohli vs Naveen Ul Haq. ( Image Source: Twitter )
বুধবার দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে নেমেছে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো ম্যাচ শেষ হওয়ার পরই বোঝা যাবে। দুই দলের প্রতিদ্বন্দ্বীর সঙ্গে এই ম্যাচে আরও বেশ কয়েকটা প্রতিদ্বন্দ্বীতা দেখার অপেক্ষায় রয়েছেন অনেকে। সেখানেই বিশেষ করে নবীন উল হক বনাম বিরাট কোহলি লড়াই দেখার দিকেই তাকিয়ে রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার রবীন উথাপ্পা। আইপিএলের পর থেকেই এখন ক্রিকেট মহল সরগরম বিরাট কোহলি বনাম নবিন উল হকের সেই সংঘাত ঘিরে।
আইপিএলের সেই সংঘাতের পর এই প্রথমবার নবীন উল হক ও বিরাট কোহলি মুখোমুখি হতে চলেছে। আবারও তাদের দুজনের মধ্যে সেই উত্তপ্ত পরিস্থিতি দেখা যাবে কিনা তা তো সময়ই বলবে। যদিও রবীন উথাপ্পা তাদের দুজনের মুখোমুখি হওয়ার অপেক্ষাতেই বসে রয়েছেন। আইপিএলের মঞ্চে বিরাট কোহলি বনাম নবীন উল হকের সেই সংঘাতের ছবি এখনও পর্যন্ত সকলের মনে টাটকা হয়ে রয়েছে। যদিও তেমন ঘটনার পূণরাবৃত্তি ফের না হোক তেমনটাই সকলে চাইবেন।
আইপিএলে সংঘাতে জড়িয়েছিলেন বিরাট কোহলি ও নবিন উল হক
সেই ঘচনার পর থেকেই যে বিরাট কোহলি বনাম নবীন উল হকের নতুন রাইভ্যালরি শুরু হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এই ম্যাচের মাঝেও সেই একই কথা নিয়ে জোর আলোচনা চলছে। আফগানিস্তানের প্রথম ম্যাচ চলাকালীনই নবিন উল হককে দেখার পর গ্যালারী থেকে গর্জন শোনা গিয়েছিল। এই ম্যাচে যে সকলে বিরাট কোহলিকে নবীন উল হকের বিরুদ্ধে বিধ্বংসী পারফরম্যান্স করতে দেখতে চান। শেষপর্যন্ত তেমনটা হয় কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। রবীন উথাপ্পাও যে উত্সাহী হয়ে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।
এই প্রসঙ্গে ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন, মুজিব উর রহমান বনাম রোহিত শর্মা এবং ঈশান কিষাণ লড়াই হবে একটা। সেইসঙ্গে ফজলহক ফারুকি বনাম ভারতীয় দলের টপ অর্ডার হবে। সেইসঙ্গে বিরাট কোহলি বনাম নবীন উল হকের লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে। তাদের দুজনের বিরুদ্ধে একটা ভাল ইতিহাস রয়েছে। তবে এই ম্যাচে এই দুই তারকা ক্রিকেটারের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। একইসঙ্গে রশিদ খান বনাম লোকেশ রাহুল লডা়ইও দেখতে চাই আমি।
ভারতের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক। ভারতের বিরুদ্ধে বড় রান করার লক্ষ্যেই রয়েছে তারা।
The post বাইশ গজে বিরাট কোহলি বনাম নবীন উল হক লড়াই দেখার অপেক্ষায় রবীন উথাপ্পা appeared first on CricTracker Bengali.










