Shubman Gill. ( Image Source: RevSportz/Twitter )
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আহমেদাবাদে পৌঁছলেন ভারতীয় দলের তারকা ক্রিকটার শুভমন গিল। আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে ভারত। তার আগে শুভমন গিলের আহমেদাবাদে পৌঁছনো যে ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে নতুন আশার আলো দেখাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। শুভমন গিল পৌঁছনোর পর থেকেই তাঁর পাকিস্তানের বিরুদ্ধে নামা নিয়ে শুরু হয়ে গিয়ছে জল্পনা। শেষপর্যন্ত সুভমন গিল মাঠে নামতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
ভারতের হয়ে প্রথম দুটো মন্যাচে নামতে পারেননি ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার। ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার পরই ছিটকে গিয়েছিলেন তিনি। তার মাঝেই হটাত্ হাসপাতালে ভর্তি হতে হয়েছিল এই তরুণ ক্রিকোটারকে। সেই খবর সকলের অস্বস্তি বাড়ানোর জন্য যথেষ্ট ছিল। যদিও শোনাযাচ্ছে এখন নাকি এনেকটাই সুস্থ হয়ে উঠেছেন শুভমন গিল। তবে পাকিস্তানের বিরুদ্ধে তাঁকে দেখা যাবে কিনা সেই প্রসঙ্গে এখনই সেভাবে কোনও ইঙ্গিত মেলেনি। কিন্তু শুভমন গিল আহমেদাবাদে পৌঁছনোর পর অনেকেই আশার আলো দেখতে পাচ্ছেন।
প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি শুভমন গিল
এই বছরে দেশের জার্সিতে শুভমন গিল দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন। সেখানেই ওডিআই সিরিজে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে যেমন দ্বিশতরান করেছিলেন। তেমনই এবারের আইপিএলে সর্বোচ্চ রানের মালিক ছিলেন শুভমন গিল। বিশ্বকাপের মঞ্চে সেই শুভমন গিল এখনও পর্যন্ত অনুপস্থিত। তিনি আদৌ ফিরতে পারেন কিনা সেই জল্পনাই তুঙ্গে। এবারের এশিয়া কাপেও শুভমন গিলের পারফরম্যান্সের গ্রাফ ছিল উর্ধ্বগামী। কিন্তু বিশ্বকাপের আগেই ভারতীয় শিবিরে হড়সড় ধাক্কাটা লাগে। চেন্নাইয়ে পৌঁছনোর পরই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন তিনি।
Shubman Gill has reached Ahmedabad for #INDIAvsPakitan. Hopefully he plays#INDvsPAK #INDvsAFG #Gambhir #NaveenUlHaq #RohitSharma #rohit pic.twitter.com/Dqs1yYZlDP
— AP (@AksP009) October 11, 2023
ভারতের হয়ে প্রথম দুটো ম্যাচে নামতে পারেননি শুভমন গিল। শনিবার বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ পাকিস্তান। সেখানে শুভমন গিলকে পাওয়া যাবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত সেভাবে এখনও পর্যন্ত কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। গত বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। ভারতীয় দলের ম্যাচ চলাকালীনই বুধবার দুপুরে আহমেদাবাদে পৌঁছে গিয়েছেন শুভমন গিল। আপাতত চিকিত্সকদের কড়া পর্যবেক্ষণেই রয়েছেন এই তরুণ ক্রিকেটার।
এবারের এশিয়া কাপে শুভমন গিল পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন। সেই প্রতিযেগিতায় জোড়া অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন এই তারকা ক্রিকেটার। সেই পারফরম্যান্স দেখার পর থেকেই বিশ্বকাপে শুভমন গিলকে নিয়ে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছিল। শেষপর্যন্ত দেশের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে শুভমন গিলের নামা হয় কিনা সেটাই দেখার অপেক্ষা।
The post আহমেদাবাদ পৌঁছলেন শুভমন গিল, পাকিস্তানে ম্যাচে তাঁর খেলা নিয়ে শুরু জল্পনা appeared first on CricTracker Bengali.










