Rohit Sharma. ( Photo Source: BCCI/Twitter )
বিশ্বকাপের প্রথম ম্যাচে বড় রান করতে পারেননি রোহিত শর্মা। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধেই ঘুরে দাঁড়িয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক। আফগানদের বিরুদেধে দিল্লিতে অরুণ জেটলী স্টেডিয়ামে দেখা গিয়েছিল রোহিত ঝড়। আর তাতেই কার্যত খরকুটোর মতো উড়ে গিয়েছিল আফগান বাহিনী। রোহিত শর্মার সেই পারফরম্যান্স নিয়েই এখন নানান আলোচনা তুঙ্গে রয়েছে। সেই ম্যাচেই ক্রিস গেইলের সর্বোচ্চ ছয়ের রেকর্ড ভেঙেছিলেন রোহিত শর্মা। এরপরই রোহিত শর্মাকে প্রশংসায় ভরিয়ে দিলেন ইউনিভার্স বস। ৯৮৪ বলে ১৩০ রানের ইনিংস খেলেছিলেন হিটম্যান।
এদিন আফগানিস্তানের বিরুদ্ধে যখন রোহিত শর্মা নেমেছিলেন সেই সময় ক্রিকেস গেইলের রেকর্ড ভাঙার থেকে মাত্র তিনটি ছয় পিছনে ছিলেন তিনি।ব্যাটিং শুরুর কিছুক্ষণের মধ্যেই গেইলের রেকর্ড ছুঁয়ে ফেলেছিলেন জোড়া ওভার বাউন্ডারি হাঁকিয়ে। অপেক্ষা ছিল আর একটি ওবার বাউন্ডারি হাঁকানোর। অর্ধশতরান সম্পূর্ণ করার পরই সেই রেকর্ডও গড়ে ফেলেছিলেন এই তারকা ক্রিকেটার। এই এই মুহূর্তে রোহিত শর্মার ঝুলিতে আন্তর্জাতিক ক্রিকেটে রয়েছে ৫৫৬টি ওভার বাউন্ডারি।
আফগানিস্তানের বিরুদ্ধে ৮৪ বলে ১৩০ রানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা
হিটম্যানের এমন পারফরম্যান্স দেখার পরই রোহিত শর্মাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ক্রিস গেইল। তাঁর রেকর্ড ভেঙে গেলেও রোহিত শর্মার এমন পারফরম্যান্স দেখে আপ্লুত হয়েছেন ইউনিভার্স বস। আফগানিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মার গোটা ইনিংস জুড়ে শুধুই ছিল চার ও ছয়ের বন্যা। কোনও আফগান বোলারই দাঁড়াতে পারেননি রোহিত শর্মার সামনে। শুধুমাত্র ক্রিস গেইলের রেকর্ড নয়। এদিন আফগানিস্তানের বিরুদ্ধে একাধিক রেকর্ড গড়েছিলেন এই তারকা ক্রিকেটার। তাঁর জার্সি নম্বর এবং রোহিত শর্মার জার্সি নম্বর এক। সেই জার্সিকেই এখন বিশেষ বলছেন ক্রিস গেইল।
Congrats, @ImRo45 – Most Sixes in International cricket. #45 Special 🙌🏿 pic.twitter.com/kmDlM1dIAj
— Chris Gayle (@henrygayle) October 11, 2023
টুইট করে ক্রিস গেইল লিখেছেন, “অনেক শুভেচ্ছা রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে এখন সর্বোচ্চ ছয়ের মালিক। ৪৫ নম্বর জার্সিটাই বিশেষ”।
টস জিতে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান। ভারতের বিরুদ্ধে ২৭২ রান করেছিল তারা। প্রত্যেকেই একটা কঠিন লড়াই দেখার প্রত্যাশায় ছিলেন। কিন্তু রোহিত শর্মার দক্ষ হাত কোনও আফগান বোলারদেরই সামনে দাঁড়াতে দিলেন না। প্রথম থেকেই তাঁর ব্যাটে ছিল রানের ঝড়। সেইসঙ্গে একের পর এক রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে চলেছিলেন তিনি। এই সেঞ্চুরী ইনিংস খেলেই ওডিআইয়ের মঞ্চে ভারতীয় ক্রিকেটার হিসাবে ১০০০ রানের মাইলস্টোনও ছুঁলেন তিনি।
সেই ম্যাচে ১৩০ রানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। তাঁর গোটা ইনিংসটা সাজানো ছিল ১৬টি চার ও পাঁচটি ওভার বাউন্ডারি দিয়ে। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে। রোহিত শর্মা এই পারফরম্যান্সই গোটা প্রতিযোগিতায় ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার।
The post সর্বোচ্চ ছয়ের রেকর্ড ভাঙার পর রোহিত শর্মাকে শুভেচ্ছা ইউনিভার্স বসের appeared first on CricTracker Bengali.










