Rohit sharma & Shaheen afridi. ( Photo Source: Stu Forster, Robert Cianflone/Getty Images )
সময় যত এগিয়ে আসছে ততই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ১৪ অক্টোবর আহমেদাবাদে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। এক দিন আগেই আহমেদাবাদ পৌঁছে গিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবারই আহমেদাবাদে পৌঁছেছে টিম ইন্ডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে কোনওরকম ঝুঁকি রাখতেই নারাজ টিম ইন্ডিয়া। সেই কারণে আহমেদাবাদ পৌঁছে একসময়ও নষ্ট না করে সোজা মাঠে চলে গিয়েছিলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। বিশ্বকাপে এবার প্রথমবার আহমেদাবাদে নামছে টিম ইন্ডিয়া। তার আগেই পিচ দেখতে চলে গিয়েছিলেন ভারতীয় দলের কোচ।
পরপর দুই ম্যাচেই বড় জয় তুলে নিয়েছে ভারত। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেমন ৬ উইকেটে জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া। তেমনই পরের ্মযাচে আফগানিস্তানের বিরুদ্ধে দেখা গিয়েছিল রোহিত শর্মার ব্যাট থেকে রানের ঝড়। এবার সামনে পাকিস্তান। পরপর এই দুই ম্যাচে এতবড় জয় যে ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে সেটাই যে টিম ইন্ডিয়াকে তাতাবে তা বেশ স্পষ্ট।
এশিয়া কাপের ম়ঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতেছিল ভারত
বিশ্বকাপের শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। পরপর দুই ম্যাচেই অর্ধশতরান পেয়েছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই তাঁর পারফরম্যান্সের দ্রাফ উর্ধ্বমুখী। এই ম্যাচেও যো তেমনটাই দেখার প্রত্যাশায় রয়েছেন সকলে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে গত ম্যাচেই রানে ফিরেছেন রোহিত শর্মা। অরুণ জেটলি স্টেডিয়ামে দেখা গিয়েছে হিটম্যান ঝড়। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাক বধের লক্ষ্যে যে ভারতীয় দলের প্রধান দুই অস্ত্র হতে চলেছেন বিরাট কোহলি ও রোহিকত শর্মা তা বলাি বাহুল্য। সেইসঙ্গে এবার টিম ইন্ডিয়ার মিডল অর্ডারও বেশ ভাল পারফর্ম্যান্স দেখাচ্ছে।
আফগানিস্তানের বিরুদ্ধে বল হাতে জ্বলে উঠেছিলেন জসপ্রীত বুমরাহ। একাই চার উইকেট তুলে নিয়েছিলেন সেই ম্যাচে। যেখান এবার অরুণ জেটলি স্টেডিয়াম বোলারদের কাছে দুঃস্বপ্নের চেয়ে বেশী কিছু নয়। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল সেটাও কাজে লাগাতে চাইবে। সেইসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের মঞ্চে বড় জয় পেয়েছিল টিম ইন্ডিয়া এবং এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত নিজের ফর্মে নেই শাহিন আফ্রিদি। এই দুর্বলতাটা যে ভারতীয় দল কাজে লাগাতে চাইবে সেটা বলার অপেক্ষা রাখে না।
বৃহস্পতিবারই আহমেদাবাদে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। পাকিস্তানকে আটকানোর নীল নক্সা যে কার্যত রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা প্রস্তুত করতে শুরু করে দিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।
The post পাক বধের ছক কষা শুরু ভারতের, আহমেদাবাদ পৌঁছেই পিচ দেখতে গেলেন রাহুল দ্রাবিড় appeared first on CricTracker Bengali.










