Narendra Modi Stadium. (Photo by SAM PANTHAKY/AFP via Getty Images)
শনিবার বিশ্বকাপের মঞ্চে মেগা ডুয়েলে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। ম্যাচ ঘিরে এখন তেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে হুঙ্কার দিতে শুরু করেছেন পাকিস্তানের তারকা ক্রিকেটাররা। যদিও ভারতীয়. দলের তরফে এখনই সেসব নিয়ে কোনও পাল্টা মন্তব্য শোনা যায়নি। মাঠেই যে তারা জবাবটা দিতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না। শনিবার ভারত বনাম পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে যনরেন্দ্র মোদী স্টেডিয়াম যে কানায় কানায় ভরে উঠতে চলেছে সেই আভাস বহু আগে থেকেই বোঝা গিয়েছে।
এখনও পর্যন্ত বিশ্বকাপের পরিসংখ্যান বলছে যে পাকিস্তানের বিরুদ্ধে অনেকটাই এগিয়ে পয়েছে ভারতীয় দল। বিশ্বকাপের মঞ্চে সাতবারের সাক্ষাতে সাতবারই জয় এসেছে ভারতের পক্ষে। সেই ধারা এবারও যে ভারত ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে ভারতের ঘরের মাঠেই তাদের হারিয়ে সেই পরিসংক্যান বদলের লক্ষ্যে রয়েছে পাকিস্তান। শেষপর্যন্ত কোন দলের ক্রিকেটারদের মুখে জয়ের হাসি ফোটে তা তো সময়ই বলবে।
বিশ্বকাপের পরিসংখ্যানে ভারতীয় দল এগিয়ে থাকলেও, ওডিআই ফর্ম্যাটের পরিসংখ্যানে কিন্তু ভারতীয় দল আবার পাকিস্তানের থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। এখনও পর্যন্ত দুই দল ১৩৪টি ম্যাচ খেলেছে। সেখানে ৭৩ বারই জয় এসেছে পাকিস্তান শিবিরের পক্ষে। ভারতীয় দল জিততে পেরেছে মাত্র ৫৬ বার। সেই নিয়েও চলছে নানান হিসাব নিকাশ। তবে সম্প্রতি ভারতীয় দলের কাছে প্রায় সবকটি ম্যাচেই হারতে হয়েছে পাকিস্তান। ২০২২ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে যেমন টিম ইন্ডিয়ার কাছে পাকিস্তান হেরেছিল। তেমনই এশিয়া কাপের মঞ্চেও ভারতের কাছে হার স্বীকার করতে বাধ্য হয়ছিল পাক শিবির। বিশ্বকাপেও যে ভারতীয় দল লসেই ধারা বজায় রাখতে মরিয়া তা বলার অপেক্ষা রাখে না।
ভারত বনাম পাকিস্তান ওডিআই ফর্ম্যাটে হেড টু হেড
ম্যাচ – ১৩৪
ভারত জয়ী – ৫৬
পাকিস্তান জয়ী – ৭৩
ফলাফল হয়নি – ১
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওডিআই পরিসংখ্যান
এখনও পর্যন্ত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২৭টি ওডিআই ম্যাচ হয়েছে। সেখানে অবস্য বোলিংয়ের ক্ষেত্রে পেসারদেরই পাল্লা ভারী রয়েছে পেসারদের দিকেই। এখনও পর্যন্ত এই মাঠে ২১৭টি উইকেট তুলে নিয়েছেন পেসাররা। সেখানে স্পিনারদের ঝুলিতে এসেছে মাত্র ১১৮ টি উইকেট। সেখানেই দেখা গিয়েছে প্রথমে ব্যাটিং করা দল জয় পেয়েছে ১৪টি ম্যাচে। রান তাড়া করে জেতার পরিসংখ্যান ১৩টি ম্যাচ। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।
ম্যাচ – ২৭
প্রথমে ব্যাটিং করে জয় – ১৪ ম্যাচ
দ্বিতীয় ব্যাটিংয়ে জয় – ১৩ ম্যাচ
প্রথম ইনিংসের গড় রান – ২৪৩
সর্বোচ্চ রাম – ৩৬৫
সর্বনিম্ন রান – ৮৫
The post বিশ্বকাপ ২০২৩ঃ ভারত বনাম পাকিস্তান ওডিআই পরিসংখ্যান এবং স্টেডিয়ামের পরিসংখ্যান appeared first on CricTracker Bengali.










