Trent Boult. ( Photo Source: Matt Roberts-ICC/ICC via Getty Images )
বিশ্বকাপের ম়্চে এবার সুরুটা সেভাবে করতে পারেননি ট্রেন্ট বোল্ট। বাংলাদেশের বিরুদ্ধেই ফের একবার বিধ্বংসী মেজাজে দেখা গেল নিউ জিল্যান্ডের দলের এই তারকা বোলারকে। আর তাতেই বিশ্বকাপের মঞ্চে এক নয়া রেকর্ড গড়লেন ট্রেন্ট বোল্ট। দ্রুততম নিউ জিল্যান্ড ক্রিকেটার হিসাবে ২০০ টি ওডিআই উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন ট্রেন্ট বোল্ট। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে। এদিন বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ধাক্কাটা এই তাররা কিউই বোলারের তরফ থেকেই এসেছিল। সাকিবদের বিরুদ্ধে জোড়া উইরকেট তুলে নিয়েছেন ট্রেন্ট বোল্ট।
এবারের বিশ্বকাপের শুরুটা খুব একটা ভালভাবে করতে পারেননি েই তারকা ক্রিকেটার। প্রথম দুই ম্যাচে না পারলেও, বাংলাদেশের বিরুদ্ধেই ঘুরে দাঁড়ালেন ট্রেন্ট বোল্ট। সেই ম্যাচে নেমেই গড়ে ফেললেন নয়া রেকর্ড। বিশ্ব ক্রিকেটে তৃতীয় দ্রুততম বোলার হিসাবে ২০০ ওডিঐই উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। মাত্র ১০৭ ইনিংস খেলেই এই রেকর্ড গড়লেন ট্রেন্ট বোল্ট। বাংলাদেশের সেরা দুই তারকা ক্রিকেটারকে সাজঘরের রাস্তা এদিন দেখিয়ে দিয়েছেন নিউ জিল্যান্ডের এই তারকা পেসার।
বাংলাদেশের বিরুদ্ধে ৪৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট
এবারের বিশ্বকাপের আগেই নিউ জিল্যান্ড শিবিরে ফিরেছেন ট্রেন্ট বোল্ট। আগের সিরিজ গুলোতে ভাল পারফরম্যান্স দেখালেও বিশ্বকাপে সেটা দেখাতে পারেননি এই তারকা ক্রিকেটার। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে আর কোনও ভুল করেননি ট্রেন্ট বোল্ট। এই বাঁ হাতি বোলারের প্রথম শিকারই এদিন বাংলাদেশের ওপেনার লিটন দাস। ম্যাচের প্রথম বলেই লিটন দাসকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন ট্রেন্ট বোল্ট। সেই মুহূর্তেই গড়েছিলেন অন্যতম একটি রেকর্ড। নিউ জিল্যান্ডের জার্সিতে প্রথম বোলার হিসাবে বিশ্বকাপের মঞ্চে প্রথম বলেই সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন প্রতিপক্ষ ব্যাটারকে।
যদিও ট্রেন্ট বোল্টের জন্য এদিন অন্যতম রেকর্ডটা অপেক্ষা করে ছিল। সেটাই করলেন তওহিদ হৃদয়ের উইকেটটা তুলে নিয়েছে। ম্যাচের ৩৮ তম ওভারে তওহিদ হৃদয়কে মাত্র ১৩ রানে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন ট্রেন্ট বোল্ট। সেই উইকেট নেওয়ার পরই নতুন রেকর্ড গড়েছিলেন ভারতীয় দলের েই তারকা ক্রিকটার। বিশ্ব ক্রিকেটের মঞ্চে তৃতীয় দ্রুততম বোলার হিসাবে ওডিআই ফর্ম্যাটে ২০০ উইকেটের মালিক তিনি। সেইসঙ্গে নিউ জিল্যান্ডের প্রথম বোলার হিসাবে গড়লেন নতুন রেকর্ড। ৪৫ রান দিয়ে এদিন ২ উইকেট তুলে নিয়েছিলেন ট্রেন্ট বোল্ট।
তাঁর আগে এই তালিকায় রয়েছেন শুধুমাত্র মিচেল স্টার্ক ও শাকলিন মুস্তাক। একইসঙ্গে অ্যালান ডোনাল্ড ও ব্রেটলি-কে টপকে গিয়েছেন ট্রেন্ট বোল্ট।
The post তৃতীয় দ্রুততম বোলার হিসাবে ওডিআই ফর্ম্যাটে ২০০ উইকেট ট্রেন্ট বোল্টের appeared first on CricTracker Bengali.










